সুরমার চরে সবজি চাষ

সিলেটের সুরমা নদীতে জেগে উঠেছে চর। সেই চরে সবজি চাষ করছেন এলাকার কৃষকেরা। শীত মৌসুমে শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন তাঁরা। সদরের টুকের বাজার থেকে দক্ষিণ সুরমা উপজেলার ইনাতাবাদ গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় নদীর চরে চলছে এই সবজি চাষ। ছবিগুলো সম্প্রতি দক্ষিণ সুরমার ইনাতাবাদ গ্রাম থেকে তোলা।

১ / ১০
নদীর চরে ফুলকপিখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক।
২ / ১০
নতুন করে সবজির চারা লাগিয়েছেন কেউ কেউ।
৩ / ১০
চরসহ নদীর পাড়েও করা হয় সবজির চাষ।
৪ / ১০
চরে টমেটোর ফলনও ভালো হয়।
৫ / ১০
পাকা টমেটোর চাহিদা এ সময় বেশি।
৬ / ১০
নদীর চরে করা হচ্ছে কুমড়ার চাষ।
৭ / ১০
ফুলকপিখেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক।
৮ / ১০
নতুন করে সবজির চারা লাগানো হয়েছে।
৯ / ১০
কেউ কেউ শিম লাগিয়েছেন নদীর তীরে।
১০ / ১০
ফুলকপির ফলন হয়েছে চোখে পড়ার মতো।