২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ধুলার সড়কে দুর্ভোগের যাত্রা

চট্টগ্রাম নগরের ব্যস্ততম একটি সড়ক সিডিএ অ্যাভিনিউ। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা, খানাখন্দে ভরা। এ কারণে সারাক্ষণ ধুলায় আচ্ছন্ন থাকে সড়ক ও আশপাশের এলাকা। ধুলার সঙ্গে এবড়োখেবড়ো সড়কে বাড়তি যন্ত্রণা হিসেবে রয়েছে ঝাঁকুনি। পথচারী থেকে বিভিন্ন ধরনের গাড়ির যাত্রীদের এসব যন্ত্রণা ভোগ করেই এই সড়কে চলাচল করতে হচ্ছে। দুর্ভোগের সঙ্গে বায়ুদূষণ থেকে স্বাস্থ্যঝুঁকিতে আছেন নগরবাসী। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
ধুলা থেকে রক্ষা পেতে হাত দিয়ে নাক–মুখ ঢেকে রেখেছেন একজন মোটরসাইকেল আরোহী।
২ / ৯
ধুলায় ঢেকে আছে চারপাশ। টি–শার্ট দিয়ে নাক-মুখ ঢেকে রাখার চেষ্টা এক রিকশাযাত্রীর।
৩ / ৯
দূষণ থেকে রক্ষায় মুখে মাস্ক পরে এই সড়কে চলাচল করতেও দেখা যায় অনেককে।
৪ / ৯
ধুলাবালু থেকে রক্ষা পেতে পরনের কাপড়ে নাক–মুখ ঢেকে রেখেছেন এক ভ্যানচালক।
৫ / ৯
ধুলার দূষণ থেকে রক্ষা পেতে পরনের শাড়ি দিয়ে নাক-মুখ ঢেকে রেখেছেন এক পথচারী।
৬ / ৯
নাকে–মুখে রুমাল চেপে ধুলা থেকে সুরক্ষিত থাকার চেষ্টায় এক প্রবীণ দম্পতি।
৭ / ৯
সঙ্গে কিছু নেই, তাই কাগজ দিয়ে মুখ ঢেকে রেখেছেন এই ব্যক্তি।
৮ / ৯
এক হাতে সাইকেল, অন্য হাতে নাক–মুখ ঢেকে রেখেছেন তাঁরা।
৯ / ৯
ধুলায় ঢেকে গেছে সড়ক ও আশপাশের এলাকা। খানিকটা দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না।