বৃষ্টিতে খুলনাবাসীর ভোগান্তি

কয়েক বছরের মধ্যে খুলনায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এতে পানিতে তলিয়ে যায় অনেক রাস্তা ও ঘরবাড়ি। জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ ভোগান্তির যেন শেষ নেই। দুই দিন ধরে বৃষ্টির পানি জমে আছে শহরের বিভিন্ন স্থানে। অতিবৃষ্টিতে মাটি সরে উপড়ে পড়েছে গাছ। কোথাও বৃষ্টির পানির সঙ্গে নর্দমার পানি মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। জমে থাকা পানিতে বাড়ছে মশার উপদ্রব। নগরবাসীর এ ভোগান্তি ছবিতে তুলে এনেছেন সাদ্দাম হোসেন।

১ / ৯
মাটি সরে উপড়ে পড়েছে গাছ। সে গাছ সরিয়ে নিতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বয়রা, ১৫ সেপ্টেম্বর
২ / ৯
সড়কে জমে থাকা পানি মাড়িয়ে চলতে হচ্ছে পথচারীদের। পাবলিক কলেজের সামনে, ১৫ সেপ্টেম্বর
৩ / ৯
চারদিকে বৃষ্টির পানি জমে থাকায় কালভার্টের ওপর আশ্রয় নিয়েছে একটি কুকুর। বাস্তুহারা, ১৫ সেপ্টেম্বর
৪ / ৯
বাসার সামনে পানি জমেছে। ভেতরে শিশুকে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। বাস্তুহারা, ১৬ সেপ্টেম্বর
SADDAM
৫ / ৯
নির্মাণাধীন সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কটিতে ফেলা হয়েছিল খোয়া। বৃষ্টিতে সেখানে গর্ত হয়ে চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি। মুজগুন্নী, ১৬ সেপ্টেম্বর
৬ / ৯
জমে থাকা বৃষ্টির পানিতে মশার উপদ্রব বেড়েছে। মুজগুন্নী সিটি করপোরেশন মার্কেট, ১৬ সেপ্টেম্বর
৭ / ৯
জলাবদ্ধতা মাড়িয়ে সুপেয় পানি আনতে রওনা হয়েছেন এক নারী। বাস্তুহারা, ১৬ সেপ্টেম্বর
৮ / ৯
জমে থাকা পানির কারণে মসজিতে যেতে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। বয়রা, ১৬ সেপ্টেম্বর
SADDAM
৯ / ৯
মাঠে জমে আছে বৃষ্টির পানি। তাই দেয়াল টপকে পার হওয়ার চেষ্টায় একটি কুকুর। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ১৬ সেপ্টেম্বর