সবুজ পাতার আড়ালে সাদা বকের সংসার
বক সাধারণত জলাভূমি বা জলাশয় এলাকায় বসবাস করে। খুলনার ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) প্রধান কার্যালয় প্রাঙ্গণে বড় বড় গাছে বাসা বেঁধেছে বক। স্ত্রী বক গাছে শুকনা ডাল দিয়ে বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। দিনের বেলায় যখন বেশির ভাগ বক খাবারের সন্ধানে চলে যায় তখন বাসায় রয়ে যায় ছানা ও অল্প কিছু বক। বক কলোনির বক নিয়ে এই ছবির গল্প
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮