পানথুমাই ঝরনার সৌন্দর্য

বাংলাদেশের সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি পানথুমাই। গ্রামের নামেই ঝরনার নামকরণ। ঝরনার জলধারা বয়ে যায় পিয়াইন নদের শাখা পিয়াইন খালে। সিলেট থেকে ৫০ কিলোমিটার দূরত্বে অপরূপ এই ঝরনা দেখতে যান পর্যটকেরা। সম্প্রতি ছবি তুলেছেন আনিস মাহমুদ।

১ / ১১
পানথুমাই ঝরনার দিকে নৌকায় চড়ে যাচ্ছেন পর্যটকেরা।
২ / ১১
গ্রামের মূল সড়কের খালের ওপর নির্মিত কাঠের সেতু পেরোলেই ঝরনার দেখা মেলে।
৩ / ১১
পানথুমাই গ্রাম ও ঝরনা দেখতে আসা পর্যটকদের জন্য উপজেলা প্রশাসন তৈরি করেছে বিশ্রামাগার ও শৌচাগার।
৪ / ১১
পর্যটকদের জন্য আছে নৌকার ব্যবস্থা।
৫ / ১১
ঝরনাটি ভারতীয় সীমান্তে। তাই ঝরনার কিছুটা কাছে যেতে পারেন পর্যটকেরা।
৬ / ১১
ভারতীয় সীমান্তে সেতুর ওপর থেকে দেখা যায় ঝরনা।
৭ / ১১
পাথর ছুঁয়ে ঝরনার জল পড়ছে পিয়াইন খালে।
৮ / ১১
খালের স্বচ্ছ জলে মাছ ধরছেন ওপারের খাসিয়ারা।
৯ / ১১
এপারে রয়েছে পর্যটকদের জন্য দোকান।
১০ / ১১
পানথুমাই গ্রামের মেঠো পথে শিশুশিক্ষার্থীরা।
১১ / ১১
সবুজ-শ্যামল গ্রাম পানথুমাই। খেতে মাছ শিকারে যাচ্ছেন দুজন।