১ / ১১
পানথুমাই ঝরনার দিকে নৌকায় চড়ে যাচ্ছেন পর্যটকেরা।
২ / ১১
গ্রামের মূল সড়কের খালের ওপর নির্মিত কাঠের সেতু পেরোলেই ঝরনার দেখা মেলে।
৩ / ১১
পানথুমাই গ্রাম ও ঝরনা দেখতে আসা পর্যটকদের জন্য উপজেলা প্রশাসন তৈরি করেছে বিশ্রামাগার ও শৌচাগার।
৪ / ১১
পর্যটকদের জন্য আছে নৌকার ব্যবস্থা।
৫ / ১১
ঝরনাটি ভারতীয় সীমান্তে। তাই ঝরনার কিছুটা কাছে যেতে পারেন পর্যটকেরা।
৬ / ১১
ভারতীয় সীমান্তে সেতুর ওপর থেকে দেখা যায় ঝরনা।
৭ / ১১
পাথর ছুঁয়ে ঝরনার জল পড়ছে পিয়াইন খালে।
৮ / ১১
খালের স্বচ্ছ জলে মাছ ধরছেন ওপারের খাসিয়ারা।
৯ / ১১
এপারে রয়েছে পর্যটকদের জন্য দোকান।
১০ / ১১
পানথুমাই গ্রামের মেঠো পথে শিশুশিক্ষার্থীরা।
১১ / ১১
সবুজ-শ্যামল গ্রাম পানথুমাই। খেতে মাছ শিকারে যাচ্ছেন দুজন।