হাওরে ধান কাটার ব্যস্ততা

হাকালুকি হাওরে গত কয়েক বছরের তুলনায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। এবার অতিবৃষ্টি হয়নি। উজানের পাহাড়ি ঢল নামেনি। খরায় ফসলের তেমন ক্ষতি হয়নি। ভালো ফলনে কৃষকেরা খুশি। ফসল ঘরে তুলতে কৃষক-কিষাণিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাওরেই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ নিয়ে ছবির গল্প

১ / ৮
ধান কাটতে ব্যস্ত শ্রমিকেরা
২ / ৮
ধানের আঁটি কাঁধে নিয়ে ছুটছেন একদল শ্রমিক
৩ / ৮
প্রখর রোদ, তাই কাজের ফাঁকে খড় দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন শ্রমিক
৪ / ৮
হাওর থেকে কাটা ধান পিকআপ ভ্যানে বোঝাই করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে
৫ / ৮
রাতে ধান পাহারা দিতে হাওরে নির্মিত খড় ও বাঁশের সুদৃশ্য অস্থায়ী ঘর
৬ / ৮
বাছিরপুর-দাসেরবাজার পাকা সড়কজুড়ে ধান, খড় শুকানো হচ্ছে
৭ / ৮
কুলা দিয়ে ধান ঝাড়ছেন কয়েকজন নারী
৮ / ৮
আধা কেজি ধানে পাওয়া যায় ১০ টাকা দামের একটি আইসক্রিম। কালনীগড় এলাকায় আইসক্রিম কিনছে শিশুরা