নওহাটায় সবজির জমজমাট হাট

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা নিজেদের খেতের সবজি নিয়ে আসেন নওহাটা হাটে। পবার এই হাটে মূলত পাইকারি বিক্রি চলে। এই হাটে চট্টগ্রাম, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সবজি কেনার জন্য আসেন। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুই দিন বসে এই হাট। সবজি বিক্রির এই জমজমাট হাটের দৃশ্য নিয়ে এবারের ছবির গল্প

১ / ১০
শীতের সবজির হাট।
২ / ১০
কৃষকের সঙ্গে ফুলকপির দাম করছেন এক পাইকারি ব্যবসায়ী।
৩ / ১০
বরবটির দাম করছেন এক ব্যবসায়ী।
৪ / ১০
কৃষকের কাছ থেকে বাঁধাকপি কিনে জড়ো করা হচ্ছে।
৫ / ১০
মুলা ওজন করা হচ্ছে।
৬ / ১০
ক্যারেটে সাজানো হচ্ছে মুলা।
৭ / ১০
বস্তা করা কপি ওজন করা হচ্ছে।
৮ / ১০
মুলা বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
৯ / ১০
সবজির বস্তা সেলাই করা হচ্ছে।
১০ / ১০
দেশের বিভিন্ন স্থানে সবজি পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে।