ফেলনা টায়ার যখন খেলনা

গ্রামের শিশু-কিশোরদের কাছে ফেলনা টায়ার ফেলনা নয়। তারা গ্রামের ধুলোমাখা পথে সকাল-বিকেল ফেলনা টায়ার নিয়ে দুরন্তপনায় মেতে ওঠে। ছবিগুলো সিলেট সদরের সরিষাকান্দি এলাকা থেকে সম্প্রতি তোলা।

১ / ৬
ফেলনা টায়ার হাতে হাসিমুখে এক শিশু
২ / ৬
এবার টায়ার নিয়ে দৌড়ানোর পালা
৩ / ৬
গ্রামের মেঠো পথে টায়ার নিয়ে খেলছে এক শিশু
৪ / ৬
টায়ার নিয়ে খেলায় মেতেছে আরেক শিশু
৫ / ৬
মাঠ থেকে পথ—সবখানে টায়ার নিয়ে খেলতে দেখা যায় শিশু-কিশোরদের
৬ / ৬
খেলা শেষে টায়ার নিয়ে ঘরে ফিরছে শিশুটি