ডাব নিয়ে কারবার

রোদের তীব্রতা কমে প্রকৃতিতে আগমন ঘটছে শীতের। কিন্তু ডাবের চাহিদা তেমন কমেনি। এসব ডাব আনা হয় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। সম্প্রতি একদিন দুপুরে খুলনার ফুলতলা রেলস্টেশনে দেখা গেল একদল ডাব কারবারির। গ্রাম থেকে বিভিন্ন বাড়ির ডাব কিনে এনে রাখা হয় এ স্টেশনে। সেই স্টেশন থেকে ট্রেনে করে ডাব যায় চাঁপাইনবাবগঞ্জে। ডাব কারবারের মাঝের কিছু অংশের ছবি নিয়ে এই গল্প।

১ / ৯
ব্যাপারীর কাছে বিক্রির জন্য ডাব বয়ে আনছেন একজন।
২ / ৯
বিক্রির জন্য গ্রাম থেকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে ডাব।
৩ / ৯
ডাবের আঁকার দেখে গুনে বুঝে নিচ্ছেন ব্যাপারী। দাম ৬০ থেকে ৭০ টাকা।
৪ / ৯
কিছুক্ষণ পর আসবে খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী ট্রেন মহানন্দা। ট্রেনে তোলার জন্য রেললাইনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ডাব।
৫ / ৯
ডাবগুলো এমনভাবে রাখা হচ্ছে যেন ট্রেনে তুলতে সুবিধা হয়।
৬ / ৯
রোদ থেকে রক্ষায় ডাবের ওপর দেওয়া হচ্ছে কাঁচা নারকেলপাতা।
৭ / ৯
ট্রেন চলে এসেছে। ট্রেনে ডাব তোলার জন্য প্রস্তুত সবাই।
৮ / ৯
ট্রেন থামলে হুড়োহুড়ি করে ডাব তুলতে ব্যস্ত সবাই। প্রতিটি ডাবের জন্য ভাড়া গুনতে হয় পাঁচ টাকা।
৯ / ৯
যাত্রী ওঠানো-নামানো শেষে এখনই ছেড়ে যাবে ট্রেন। এ সময়ের মধ্যে সব ডাব তুলতে হবে।