ডাব নিয়ে কারবার
রোদের তীব্রতা কমে প্রকৃতিতে আগমন ঘটছে শীতের। কিন্তু ডাবের চাহিদা তেমন কমেনি। এসব ডাব আনা হয় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। সম্প্রতি একদিন দুপুরে খুলনার ফুলতলা রেলস্টেশনে দেখা গেল একদল ডাব কারবারির। গ্রাম থেকে বিভিন্ন বাড়ির ডাব কিনে এনে রাখা হয় এ স্টেশনে। সেই স্টেশন থেকে ট্রেনে করে ডাব যায় চাঁপাইনবাবগঞ্জে। ডাব কারবারের মাঝের কিছু অংশের ছবি নিয়ে এই গল্প।