গোলাপ-জার্বেরা-চন্দ্রমল্লিকার বাগানে
মাঠজুড়ে বাহারি ফুলের সমারোহ। দেখেই চোখ জুড়িয়ে যায়। তবে হাসি নেই ফুলচাষিদের মুখে। এ বছর ফুলের আশানুরূপ দাম পাচ্ছেন না তাঁরা। ফুল চাষ করে জীবন ও জীবিকা নির্বাহ করেন গোলাম রব্বানী। প্রায় ছয় বিঘা জমিতে জার্বেরা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল চাষ করছেন তিনি। বগুড়ার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। এই ফুল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলে যায়। বগুড়ার শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রামের ফুল বাগানের ছবি দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প:
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০