পথের ধারে ফুলের শোভা

চলতি পথে বিভিন্ন প্রজাতির ফুলের দেখা মেলে। এসব ফুল পথের, প্রকৃতির শোভা বাড়ায়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ এলাকায় পথের ধারে ফোটা বিভিন্ন ফুল নিয়ে ছবির গল্প।

১ / ৯
এই ফুলের বাংলা নাম ‘কন্টিকারি’।
২ / ৯
শোভা ছড়াচ্ছে জারুল ফুল।
৩ / ৯
কলকাসুন্দা ফুল।
৪ / ৯
গাছভর্তি সোনালু ফুল।
৫ / ৯
রাস্তার ধারে ফুটে আছে ‘সিঙ্গাপুর ডেইজি’ ফুল।
৬ / ৯
শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল।
৭ / ৯
সবুজের মাঝে ফুটে আছে সাদা রঙের হাতিশুঁড় ফুল।
৮ / ৯
সড়কের পাশে পুকুরে ফুটে আছে কচুরিপানা ফুল।
৯ / ৯
ফুটেছে ঢোলকলমি ফুল।