ক্যাটেল এক্সপোতে ‘বাহুবলী গরু’

চট্টগ্রাম নগরের হালিশহর আবাহনী মাঠে সম্প্রতি ক্যাটেল এক্সপো অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই এক্সপোতে চট্টগ্রামের বিভিন্ন খামারি তাঁদের খামারের আকর্ষণীয় ও সবচেয়ে বড় গরু প্রদর্শন করেন। ভিন্নধর্মী এই আয়োজনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে অসংখ্য মানুষ ক্যাটেল এক্সপোর এই আয়োজন ঘুরে দেখেন।

১ / ১২
গরুর শিংয়ের সামনে দাঁড়িয়ে মজা করে ছবি তুলছেন এক দর্শনার্থী।
২ / ১২
ট্রাক থেকে নামানো হচ্ছে গরু।
৩ / ১২
গরুর চোখে গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
৪ / ১২
মেলায় আছে ঘাস কাটার যন্ত্র।
৫ / ১২
গরুর খাবার হিসেবে বিভিন্ন ভুসি রাখা হয়েছে মেলায়।
৬ / ১২
এই গরুটির নাম বাহুবলী।
৭ / ১২
প্রদর্শনীতে গরুর ছবি তুলছেন দর্শকেরা।
৮ / ১২
বাহুবলীকে মঞ্চের চারপাশে ঘোরানো হচ্ছে।
৯ / ১২
প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন খামারির গরু।
১০ / ১২
মস্ত এক গরু।
১১ / ১২
প্রদর্শনী দেখতে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ।
১২ / ১২
গরুটি প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে।