বর্ষায় হাওরের নজরকাড়া রূপ

বর্ষায় সিলেটের হাওরাঞ্চল এক ভিন্ন রূপ নেয়। চারপাশে থইথই পানি, জলমগ্ন মাঠঘাট আর তার বুকচিরে ধীরে এগিয়ে চলে ছোট নৌকা—এমন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। তাই বর্ষায় হাওর শুধু পরিপূর্ণ জলাধার নয়, বরং সৌন্দর্যের এক পূর্ণাঙ্গ প্রান্তর। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি ও লামনীগাঁও হাওর থেকে গত সোমবার তোলা—

১ / ৮
আকাশে মেঘের ভেলা, উড়ছে পাখি। পাহাড়ের কোলঘেঁষা হাওরে চলছে নৌকা
২ / ৮
হাওরপাড়ের ঘরগুলো দূর থেকেও নজর কাড়ে
৩ / ৮
বর্ষায় হাওর আর নদী মিশে একাকার হলে তাতে চলে ছোট–বড় নৌযান
৪ / ৮
বর্ষায় হাওরের মাঝখানের বাড়িগুলোয় যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে নৌকা
৫ / ৮
মেঘ, পাহাড় আর জলের মিশেলে হাওরের স্নিগ্ধ বিকেল
৬ / ৮
পড়ন্ত বেলায় এই বর্ষায় হাওরপাড়ের সড়কে এমন দৃশ্য চোখে পড়ে
৭ / ৮
বর্ষার বিকেলে হাওরে মেঘ আর জলের মিতালি
৮ / ৮
বর্ষায় হাওরের সৌন্দর্য মুঠোফোনে ধরে রাখছেন একজন