একঝলক (৩১ অক্টোবর’ ২০২৫)

১ / ১৭
চট্টগ্রাম পোর্ট ডিপোতে পরিত্যক্ত ট্রেনের ওয়াগন কিনে শ্রমিকদের দিয়ে কেটে ট্রাকে করে বাইরে নেওয়া হচ্ছে। হালিশহর, চট্টগ্রাম, ৩১ অক্টোবর
ছবি: জুয়েল শীল
২ / ১৭
ওপারে নীল পাহাড়, এপারে সোনালি সবুজ ধানের খেত। নরম রোদে ঝলমল করছে আমনের খেত। রাধানগর, কোম্পানীগঞ্জ, সিলেট। ৩১ অক্টোবর।
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
ঠেলা জাল দিয়ে মাছ শিকার করছে তিন শিশু। কুর্শা, কিশোরগঞ্জ। ৩১ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৭
আগামী ৫ নভেম্বর মনিপুরীদের মহারাস লীলা উৎসব। এই উৎসব সামনে রেখে মনিপুরী পাড়ায় চলছে নৃত্যগীতের প্রস্তুতি। মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। ৩১ অক্টোবর
ছবি: শিমুল তরফদার
৫ / ১৭
গাজীপুরের জয়দেবপুর জংশনের পাশে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত। জয়দেবপুর, গাজীপুরে। ৩১ অক্টোবর
ছবি: প্রথম আলো
৬ / ১৭
ধানখেতের পাশে পতিত জমিতে শিমগাছ লাগিয়েছেন এই কৃষক। গাছের পরিচর্যায় ব্যস্ত তিনি। কটিয়াদীর ভাট্টা, কিশোরগঞ্জ। ৩১ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৭
বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহার্য বস্ত্র চীবর। জুম তুলা থেকে সুতা ও কাপড় বোনার পর দান করার জন্য অনুষ্ঠানস্থলে নিয়ে যাচ্ছেন পুণ্যার্থী সেচ্ছাসেবক পাহাড়ি তরুণেরা। রাজবন বিহার, রাঙামাটি। ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
আড়িয়াল খাঁ নদে ছাতা মাথায় মাছ ধরছেন একজন মৎস্যশিকারি। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৩১ অক্টোবর
ছবি: সাইয়ান
৯ / ১৭
ধানখেতের আলে ঘুরে ঘুরে খাবার খোঁজ করছে শামুকখোল পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ৩১ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
১০ / ১৭
খুলনা-যশোর মহাসড়কে দ্রুতগামী যানবাহনের পাশাপাশি ইজিবাইক, থ্রি–হুইলার এবং অন্যান্য ধীরগতির যানবাহন অবাধে চলাচল করছে। আটরা, ফুলতলা, খুলনা। ৩১ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে মাটির চাড়ির চাহিদা অনেক। শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে প্রতিটি মাটির চাড়ি ১৫০ টাকা দরে সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রাজাপুর, বোয়ালমারী, ফরিদপুর। ৩১ অক্টোবর
ছবি : আলীমুজ্জামান
১২ / ১৭
বাঁশ দিয়ে ডালা, কুলাসহ নানা ধরনের গৃহস্থালি পণ্য তৈরি করছেন এই ব্যক্তি। বেতগাড়ি বাজার, গঙ্গাচড়া, রংপুর। ৩১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
রঙ্গন ফুলে রঙিন প্রজাপতি। চৌমুহনী, কচুয়া, কুমিল্লা। ৩১ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১৪ / ১৭
একপাল গরু চরাতে যাচ্ছেন এক তঞ্চঙ্গ্যা নারী। আমতলী পাড়া, বান্দরবান, ৩১ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ১৭
সবুজ পাহাড়ে মেঘের ভেলা। নীলাচল পর্যটনকেন্দ্র, বান্দরবান, ৩১ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ১৭
হেমন্তের সকালে নয়নাভিরাম কাপ্তাই লেক। ডিয়ার পার্ক, রাঙামাটি। ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৭
লাউ শীতকালীন সবজি হলেও শীত শুরুর আগেই ফলন আসছে। তম্বপাড়া কাপ্তাই, রাঙামাটি। ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা