স্লুইসগেট আছে, সুফল নেই

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে, তবে কোনোটি এখন পর্যন্ত চালু হয়নি। ফলে জলাবদ্ধতা নিরসনের সুফল মিলছে না। এ ছাড়া স্লুইসগেটগুলোর জলকপাট বন্ধ থাকায় খালে নৌকা চলতে পারে না। এতে মালামাল পরিবহনের খরচ বাড়ছে। এমন চারটি খাল ও স্লুইসগেটের পরিস্থিতি নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১২
টেকপাড়া খাল। স্লুইসগেট চালু না হওয়ায় জমেছে ময়লা-আবর্জনা।
২ / ১২
টেকপাড়া খালটি এমনিতেই আঁকাবাঁকা, কিছু অংশ নালায় পরিণত হয়েছে।
৩ / ১২
মরিয়মবিবি খালের স্লুইসগেটে স্থাপন করা হয়নি পাম্প।
৪ / ১২
স্লুইসগেটের জলকপাট বন্ধ।
৫ / ১২
জলকপাট বন্ধ থাকায় চাক্তাই খালের ভেতরে নৌকা যেতে পারে না।
৬ / ১২
চাক্তাই খালের ভেতরে নৌকা যেতে না পারায় গাড়িতে মালামাল আনা-নেওয়া করা হয়।
৭ / ১২
কিছু দূর ঠেলাগাড়ি করে মাল এনে তা শ্রমিকেরা মাথায় করে জলকপাটের বাইরে থাকা নৌকায় তোলেন।
৮ / ১২
খালের মুখে জলকপাটের বাইরে থাকা নৌকায় তোলা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যের মালামাল।
৯ / ১২
জলকপাটের বাইরের অংশে শ্রমিকদের চাহিদা বেড়েছে।
১০ / ১২
স্লুইসগেট বন্ধ থাকায় জমছে পলিমাটি।
১১ / ১২
স্লুইসগেটের রেগুলেটর থাকলেও তা চালু হয়নি।
১২ / ১২
স্লুইসগেট বন্ধ থাকায় নৌকা-শূন্য চাক্তাই খাল।