বাবুই পাখির বাসা দখলের লড়াই

তালগাছে বাসা বাঁধায় ব্যস্ত বাবুই পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখর আশপাশের এলাকা। এর মধ্যেই বাসা বানানোর ঘাস সংগ্রহ করতে বের হয় একটি বাবুই। ঠিক তখনই আরেকটি বাবুই ওই বাসা থেকে ঘাস নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই দৃশ্য আরেকটি পাখির চোখে পড়তেই শুরু হয় দুজনের মধ্যে ঝগড়া। খানিক পর অন্যরাও যোগ দেয় এতে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা এলাকায় চোখে পড়ে এমন দৃশ্য।

১ / ১০
দুটি বাবুইর ঝগড়া দেখছে আরেক বাবুই।
২ / ১০
দুজনের মধ্যে চলছে ব্যাপক ঝগড়া।
৩ / ১০
চলছে একে অপরকে আক্রমণ।
৪ / ১০
এবার শুরু হয়েছে ত্রিমুখী লড়াই।
৫ / ১০
পাশে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখছে আরেকটি বাবুই।
৬ / ১০
একপর্যায়ে স্থান পরিবর্তন করে তালপাতার ওপর বসে চলছে লড়াই।
৭ / ১০
তবু থামছে না দুজনের লড়াই।
৮ / ১০
মুখোমুখি লড়াইয়ে কুপোকাত একটি বাবুই।
৯ / ১০
লড়াইয়ে টিকতে না পেরে শেষমেশ নিজের বাসায় আশ্রয়ের চেষ্টা।
১০ / ১০
বাসায় ঝুলেও ঝগড়া করছে অন্যটির সঙ্গে।