আষাঢ়ে বৃষ্টি

সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে রোদঝলমল। আবার মেঘলা। দুপুরের দিকে আকাশ ভার করে কালো মেঘ। পরে থেমে থেমে কয়েক দফায় ঝুম বৃষ্টি। বিপাকে পড়েন শিক্ষার্থীসহ পথচলা সাধারণ মানুষেরা। আজ দুপুরে ঢাকার কয়েকটি এলাকায় ছবিগুলো তোলা।

১ / ১১
ঝুম বৃষ্টিতে বিপাকে শিক্ষার্থী ও পথচারীরা। পদচারী–সেতুর নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।
২ / ১১
বৃষ্টিতে যানজটে আটকা পড়েছেন অনেকে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।
৩ / ১১
বৃষ্টির মধ্যে যানবাহনের জন্য অপেক্ষা। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।
৪ / ১১
ঝুম বৃষ্টির মধ্যে চলছে যানবাহন। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।
৫ / ১১
বৃষ্টির মধ্যে বাসার পথে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।
৬ / ১১
বৃষ্টির মধ্যে মাথায় ছাতা ধরে সাইকেল চালিয়ে গন্তব্যের উদ্দেশে চলছেন এক যাত্রী।
৭ / ১১
ঝুম বৃষ্টিতে গাড়ির মধ্যে বসেও বিপাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নীলক্ষেত এলাকা।
৮ / ১১
বৃষ্টির পানি থেকে টাকা বাঁচাতে বুকপকেটে হাত চেপে রিকশা চালাচ্ছেন চালক। নীলক্ষেত এলাকা।
৯ / ১১
বৃষ্টির মধ্যে রিকশাচালকের মাথায় ছাতা ধরেছেন যাত্রী। নীলক্ষেত এলাকা।
১০ / ১১
ছাতা হাতে গন্তব্যের দিকে চলছেন কয়েকজন। কলা ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১১ / ১১
বৃষ্টিতে ভিজে গন্তব্যের উদ্দেশে যেতে থাকেন রিকশাচালকেরা। টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়।