দক্ষিণ চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনভোগান্তি

দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে সকাল থেকে এসব পথে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিআরটিএর অনুমোদন ছাড়া সাধারণ বাস দ্বিতলে রূপান্তর করে স্লিপার কোচ নাম দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফের অপ্রশস্ত সড়কে চলাচল নিষিদ্ধ করা এবং সড়ক-মহাসড়ক-উপসড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। বাস না চলার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও বাইকের ভাড়া বেড়েছে। সাধারণ লোকজন পিকআপ, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ভ্যানগাড়িতে স্বল্প দূরত্বে যাওয়ার চেষ্টা করছিলেন।

১ / ১২
বাস না চলায় যাত্রী নিতে ভিড় করেন মোটরসাইকেল চালকেরা
২ / ১২
বাস না পেয়ে অসহায়ভাবে বসে থাকেন লোকজন
৩ / ১২
শিশুদের নিয়ে বিপাকে পড়েন লোকজন
৪ / ১২
ব্যাগ নিয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন যাত্রীরা
৫ / ১২
মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন অনেকে
৬ / ১২
বাস না পেয়ে ট্রাকে ওঠার চেষ্টা কয়েকজনের
৭ / ১২
জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে যাত্রা করেন অনেকে
৮ / ১২
শিশুদের নিয়ে রোদের মধ্য দাঁড়িয়ে থাকেন লোকজন
৯ / ১২
চোখের চিকিৎসা করতে এসে ফেরার সময় বিপাকে পড়েন শিল্পী দে
১০ / ১২
বয়স্ক লোকজনদের নিয়ে বিপদে পড়তে হয় অনেককে
১১ / ১২
মিনি ট্রাকে করে যাত্রা করেন অনেকে
১২ / ১২
পায়ে হেঁটে সেতু পারাপার হন লোকজন