ঘরে উঠছে সোনালি ধান

খেত আলো করে থাকা সোনালি আউশ ধান কেটে ঘরে তোলার মৌসুম চলছে। সিলেটের খেতগুলো পাকা ধানের গন্ধে মেতে উঠেছে। খেতে খেতে কৃষকের ব্যস্ততা সীমাহীন। কেউ পাকা ধান কাটছেন, কেউবা মাড়াইয়ে ব্যস্ত। ছোট-বড় অনেকে মিলে সেই ধান ঘরে তুলছেন। সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের নারায়ণপুর থেকে এসব ছবি তোলা।

১ / ৯
ভরদুপুরে খেতে পাকা ধান কাটছেন কৃষকেরা
২ / ৯
ধান কাটতে ব্যস্ত এক শিশু
৩ / ৯
কেটে রাখা ধান খেতের আলে রাখা হয়েছে
৪ / ৯
খেত থেকে ধানের আঁটি নিয়ে যাচ্ছেন এক কৃষক
৫ / ৯
খেতে ধান পেকে সোনারং ধারণ করেছে
৬ / ৯
কেটে রাখা ধান আনতে খেতে যাচ্ছেন এক কৃষক। আরেকজন লাঙল কাঁধে চলেছেন খেতের দিকে
৭ / ৯
খেতে পেকে থাকা ধান কাটা শুরু হবে। তার আগে ছাতা মাথায় জিরিয়ে নিচ্ছেন এক কৃষক
৮ / ৯
ধান কাটা শেষে মাড়াই করার জন্য মেশিন নিয়ে যাচ্ছেন দুজন
৯ / ৯
ধান কাটা হয়েছে, এখন খেতের পাশেই মাড়াইয়ের কাজ চলছে