বই বিনিময় উৎসব

চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় বই বিনিময় উৎসবের আয়োজন করেছে ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগানে পঞ্চমবারের মতো চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে আজ শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করেছে তারা। বইপ্রেমীরা পুরোনো একটি বই জমা দিয়ে পুরোনো আরেকটি বই নিতে পারবেন। ব্যবহৃত বই হলেও সংগ্রাহকের কাছে তা নতুন। উপন্যাস, ম্যাগাজিন ও শিশুতোষ, গণিত ও বিজ্ঞান, আত্ম-উন্নয়নমূলক বই, কবিতা, জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদ, কথাসাহিত্যসহ মোট ১১টি বিভাগের ১১টি স্টলে বই বিনিময় করা যাবে। এবার ৩৫ হাজার বই বিনিময়ের লক্ষ্য রয়েছে আয়োজকদের।

১ / ১১
পছন্দের বই দেখছেন বইপ্রেমীরা।
২ / ১১
রেজিস্ট্রেশন বুথে লিপিবদ্ধ করা হচ্ছে।
৩ / ১১
বই নিয়ে এসেছে এক শিশু।
৪ / ১১
বই দেওয়ার সময় সিল মারা হয়।
৫ / ১১
রেজিস্ট্রেশন বুথে ভিড় জমেছে বইপ্রেমীদের।
৬ / ১১
জমা দেওয়া বইয়ের ধরন দেখে টোকেন লিখছেন এক স্বেচ্ছাসেবী।
৭ / ১১
এক বইপ্রেমী নাম লিপিবদ্ধ করছেন।
৮ / ১১
যতগুলো বই জমা দেওয়া যায়, ততগুলো বই নেওয়ার সুযোগ আছে।
৯ / ১১
বইয়ের টোকেনে লেখা রয়েছে একজন কোন ধরনের বই কতটা জমা দিয়েছেন।
১০ / ১১
জামালখান মোড়ে বই বিনিময় উৎসবে উপচে পড়া ভিড়। আয়োজকেরা ধারণা করছেন, এ উৎসব শেষ হতে রাত সাড়ে আটটার মতো লাগবে।
১১ / ১১
কে কী বই নিচ্ছে, তা দেখছেন এক অভিভাবক।