‘বাদল দিনে প্রথম কদম ফুল’

শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষার প্রতীক হয়ে যেন প্রকৃতিতে আগমন ঘটে কদম ফুলের। প্রকৃতিও সাজে কদম ফুলের সৌন্দর্যে। চারদিকে কদম ফুলের সমারোহ। সেই সঙ্গে শিশু, কিশোর ও কিশোরীরা মেতে ওঠে আনন্দে। বাসাবাড়ির কাছে সহজে মেলে এই কদম ফুল। রংপুরের মিঠাপুকুর ও শহরতলির কদম ফুল নিয়ে ছবির গল্প:

১ / ৮
সড়কের ধারে কদমগাছে পাতার সঙ্গে ফুটে আছে হলদে রঙের কদম ফুল
২ / ৮
ফুটে আছে দৃষ্টিনন্দন বর্ষার কদম ফুল
৩ / ৮
পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে কদম
৪ / ৮
সড়কে পড়ে থাকা কদম ফুল কুড়াচ্ছে এক শিশু
৫ / ৮
কদম ফুলের ঘ্রাণ নিচ্ছে শিশুটি
৬ / ৮
কদম ফুল পেয়ে খুশিতে বাড়ি ফিরছে দুই শিশু
৭ / ৮
কদম ফুল কানে গুঁজে চলছে খেলা
৮ / ৮
হাতে কদম ফুল, হাসিমুখ কিশোরীর