ফুলছড়ি ঘাটে

নদী যেন এখানকার জীবনের অন্য নাম। সময়ের স্রোতে জৌলুশ কিছুটা ফিকে হলেও গাইবান্ধার ফুলছড়ি ঘাটে যমুনার স্রোতের সঙ্গে মিশে আছে চরের মানুষের দিনযাপন। খেয়ানৌকায় পারাপার, ধান শুকানো, মাছ ধরা আর শিশুদের ছুটোছুটি—সব মিলিয়ে এই ঘাট আজও নদীকেন্দ্রিক এক জীবন্ত দৃশ্যপট। এই নিয়েই এবারের ছবির গল্প।

১ / ৯
ফুলছড়ি ঘাটে বেঁধে রাখা নৌকা সারি সারি।
২ / ৯
আগের মতো আর জৌলুশ নেই যমুনা নদীর এই ফুলছড়ি ঘাটের।
৩ / ৯
খেয়াঘাট থেকে ছুটে চলছে নৌকা। যমুনার চরাঞ্চলে বসবাস করা মানুষজন এই নৌকা দিয়েই নদী পারাপার হন।
৪ / ৯
যমুনার চরাঞ্চলে উৎপাদন হওয়া ধান খেয়াঘাটে নামানো হচ্ছে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে।
৫ / ৯
যমুনা নদীর তীরে লাকড়ি শুকিয়ে নিচ্ছেন এক নারী।
৬ / ৯
যমুনার খেয়াঘাটে শিশুদের দুরন্তপনা।
৭ / ৯
খেয়াঘাটে ধান শুকানো হচ্ছে।
৮ / ৯
ঘাট থেকে ঘাটে চলছে যাত্রীবাহী নৌকা।
৯ / ৯
খেয়াঘাটে বেঁধে রাখা নৌকাগুলো নিয়ে জেলেরা মাছ শিকারে যাবেন।