পাহাড়ে জুমচাষির জুমঘর
ধানের বীজ বোনার আগেই কাঠ, বাঁশ ও শণ দিয়ে মাচাং ঘর তৈরি করা হয়। এটা জুমচাষিদের জুমঘর। স্বল্পমেয়াদি ফসল তোলা পর্যন্ত অস্থায়ী এই জুমঘরে অবস্থান করেন জুমিয়া বা জুমচাষিরা। জুমঘর তৈরির ক্ষেত্রে পাহাড়ের উঁচু, খোলামেলা ও প্রাকৃতিক ঝরনার পানি পাওয়া যায়—এমন স্থান নির্বাচন করা হয়। সাধারণত খোলা মাচংসহ দুই কামরার জুমঘর তৈরি করা হয়। রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার বিভিন্ন জুমে গিয়ে ছবিগুলো তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯