সুরক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজে বন্দরের শ্রমিকেরা

নেই কোনো নিরাপত্তা পোশাক ও হেলমেট। এ অবস্থায় ঝুঁকি নিয়ে জাহাজে কনটেইনার তোলার স্প্রেডারে দাঁড়িয়ে থাকেন শ্রমিকেরা। পণ্য ওঠা-নামার ক্ষেত্রে বন্দরের কার্যক্রম উন্নত হলেও শ্রমিকেরা এখনো সনাতন পদ্ধতিতে কাজ করেন। এর ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

১ / ৯
স্প্রেডারে দাঁড়িয়ে জাহাজে উঠছেন এক শ্রমিক
২ / ৯
কনটেইনার তুলতে নামছেন গাড়িতে
৩ / ৯
স্প্রেডারে কনটেইনার নেওয়ার পর সেটার ওপর দাঁড়িয়ে একজন
৪ / ৯
জাহাজের মাথায় এভাবে উঠে গেছেন তিনি
৫ / ৯
স্প্রেডারের ওপর দাঁড়িয়ে একজন
৬ / ৯
হেলমেট ছাড়া এভাবে অনেক উঁচুতে ওঠেন তাঁরা
৭ / ৯
জাহাজের ওপর সারিবদ্ধভাবে রাখা কনটেইনার, তারও ওপরে এক শ্রমিক
৮ / ৯
হেলমেট ছাড়া জাহাজের ওপর রাখা কনটেইনারের ওপর আরও দুজন
৯ / ৯
যথাযথ নিরাপত্তা ছাড়া ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিক