ঈদযাত্রার ট্রেনের প্রস্তুতি

ঈদের সময় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় ট্রেনের যাত্রী। তাই এই ধাক্কা সামলাতে এবার ঈদে মেরামত করা হচ্ছে ৯০টি কোচ, যা ঈদের সময় যাত্রীদের আনা-নেওয়ার কাজে দেওয়া হবে। তাই সেসব কোচের বগি মেরামত ও রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিকেরা। কেউ করছেন ঝালাইয়ের কাজ, কেউবা ঘষে তুলছেন পুরোনো রং। আবার কেউ করছেন রং। এরপর তৈরি করা বগিগুলো ইঞ্জিনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় গন্তব্যে। এর মধ্যে ৫০টি কোচ মেরামতে কাজ সম্পন্ন হয়েছে এবং ঈদের আগে বাকি ৪০টি কোচ মেরামত শেষ হবে বলে জানান কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম নগরের পাহাড়তলী ক্যারেজ এবং ওয়াগন মেরামত কারখানায়।

১ / ১১
কারখানায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে রেলের বগি
২ / ১১
চাকায় বসানো হচ্ছে বগি
৩ / ১১
বগিতে রং করছেন দুজন
৪ / ১১
ড্রিল মেশিন দিয়ে কাজ করছেন এক শ্রমিক
৫ / ১১
বগির নিচের অংশ জ্বালাই করতে ব্যস্ত এক শ্রমিক
৬ / ১১
বগিতে নীল রং করছেন একজন
৭ / ১১
চাকার অংশ থেকে মোবিল বের করে নেওয়া হচ্ছে
৮ / ১১
মেরামত করতে খুলে রাখা হয়েছে চাকা
৯ / ১১
বগির ভেতরের অংশেও রং করা হয়
১০ / ১১
খুলে রাখা হয়েছে বসার আসন
১১ / ১১
বগির নিচের অংশ ঠিক করার পর ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে