তরমুজ চাষের মাঠে কৃষকদের ব্যস্ততা

তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায়। তাই তরমুজ চাষে অনেক কৃষক ঝুঁকছেন। এখন তরমুজের মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা অঞ্চলের কৃষকেরা। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার চাষের জমির বড় অংশে এখন চাষ হচ্ছে তরমুজ। এপ্রিলের শেষে এসব অঞ্চলের তরমুজের স্বাদ পাবে পুরো দেশের মানুষ। তরমুজের মাঠে কৃষকদের চালচিত্র নিয়ে ছবির গল্প।

১ / ১০
তরমুজের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই মাস। ছোট্ট চারা থেকে লতা ছড়াতে শুরু করেছে তরমুজগাছের। পরিচর্যায় ব্যস্ত কৃষক
২ / ১০
লতা ছড়ানো তরমুজগাছের চারপাশে গর্ত করে মাটি সরানো হচ্ছে সার দেওয়ার জন্য। এ প্রক্রিয়াকে চাপান দেওয়া বলে
৩ / ১০
ইউরিয়া, ড্যাব, জিপসামসহ সাত থেকে আট রকম সার মেশানো হচ্ছে
৪ / ১০
তরমুজ গাছের চারপাশের করা গর্তে সার ছড়িয়ে দিয়ে গর্ত বন্ধ করে দেওয়া হচ্ছে
৫ / ১০
দু–তিন দিন পরপর এভাবে পানি দিতে হয়। বর্ষায় দূরের খালে জমা পানি সেচযন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে আনা হয়
৬ / ১০
কৃষিশ্রমিকদের কাজে মনোযোগী হতে একজন আবার বাঁশি ফুঁকছেন
৭ / ১০
শিশুপুত্রকে সঙ্গে নিয়েই তরমুজখেতে আগাছা পরিষ্কার করছেন বৈশাখী বিশ্বাস
৮ / ১০
কিছু গাছে এসেছে ছোট্ট তরমুজ
৯ / ১০
রোদে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা কৃষকেরা বিশ্রাম নিচ্ছেন। এ ছাউনিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘বিলের বাসা’
১০ / ১০
তরমুজখেতের আগাছা দূর করতে ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া হচ্ছে