মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

আজ বৃহস্পতিবার ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপলক্ষে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল ভিড়। অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেন। সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছু চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অভিনেতা ফেরদৌস আহমেদ
ছবি: সাজিদ হোসেন
২ / ১৪
ঢাকা–৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র জমা দিতে আসেন দলের নেতা-কর্মীদের নিয়ে। এ সময় তাঁর পক্ষে স্লোগান দেন নেতা–কর্মীরা
ছবি : সাজিদ হোসেন
৩ / ১৪
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম
ছবি: দীপু মালাকার
৪ / ১৪
ফরিদপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বিপুলসংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৪
কুষ্টিয়ায় নেতা-কর্মীদের নিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম (হানিফ)।
ছবি: তৌহিদী হাসান
৬ / ১৪
রংপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। দলবল নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন তিনি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান
ছবি: এম সাদেক
৮ / ১৪
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক সমর্থককে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ
ছবি: প্রথম আলো
৯ / ১৪
পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৪
সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ। ফেরার পথে তাঁর গাড়িবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব
ছবি: মামুন মুহাম্মদ
১২ / ১৪
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেন
ছবি: নেয়ামতউল্যাহ
১৩ / ১৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক মনোনয়নপত্র দাখিলের আগে কসবা পৌর মুক্তমঞ্চে বক্তব্য দেন
ছবি: মোহাম্মদ সোহরাব হোসেন
১৪ / ১৪
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন চট্টগ্রাম–১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা। ছবি: সৌরভ দাশ
ছবি: তৌহিদী হাসান