জাহাঙ্গীরনগরের অতিথিরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন অতিথি পাখির রাজ্য। দিনমান মুখর থাকে পাখির কলকাকলিতে। ক্যাম্পাসঘেরা লেকে ছোট ছোট আসর বসিয়েছে শত শত পাখি। তারা কখনো আপন খেয়ালে পানিতে ডুবছে তো ফুড়ুত করে উড়াল দিচ্ছে আকাশে, কেউ আবার পালকের ভেতর মুখ গুঁজে রোদ পোহাচ্ছে। ডাঙাবাসী কিংবা জলচর—দুই ধরনের পাখিরই দেখা মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ডানায় ভর করে উড়ে আসা এই পাখিগুলোর নামও বাহারি। পাতিসরালি, বড় সরালি, পাতারি, ফ্লাইক্যাচার, গার্গেনি, পান্তামুখী, পচার্ড, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কোম্বডাক, খয়রা, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটিসহ তাদের যে কত নাম! গত ২৯ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় থেকে ছবিগুলো তুলেছেন তানভীর আহাম্মেদ

১ / ৬
জায়গা বদলাতে ডানা ঝাঁপটে উড়াল
২ / ৬
ঝাঁক বেঁধে পানির কাছে পাখিদের ওড়াউড়ি
৩ / ৬
একসঙ্গে পাখিরা যেন সমাবেশে বসেছে। তার মধ্য থেকে দুই পাখির খুনসুটি
৪ / ৬
শীতের ঠান্ডা পানিতে ডানা ঝাঁপটায় পাখি
৫ / ৬
উড়াল থেকে ফিরে পানিতে বসছে পাখিটি
৬ / ৬
ছোট ছোট ঝাঁকে আকাশে ওড়াউড়ি যেকারও মন ভালো করে দেয়