আবর্জনায় ভরা ধানমন্ডি লেক

ঢাকা শহরের লেকগুলোর মধ্যে অন্যতম ধানমন্ডি লেক। লেক ঘিরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পার্ক। রোজ সকাল–বিকেল অসংখ্য মানুষ হাঁটতে ও ঘুরতে আসে এখানে। অনেকে নিজের অজান্তেই ময়লা–আবর্জনা ফেলে যায় লেকের পানিতে। এ কারণে পানি দূষিত হচ্ছে। নান্দনিকতা হারাচ্ছে লেক। ধানমন্ডি লেক ঘুরে গতকাল শুক্রবার ছবিগুলো তুলেছেন আবীর আবদুল্লাহ।

১ / ১২
দর্শনার্থীদের ফেলা ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে রাজধানীর ধানমন্ডি লেকের পানি।
২ / ১২
মানুষের ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্যসামগ্রী ভাসছে পানিতে।
৩ / ১২
খাওয়ার পর প্যাকেট, প্লাস্টিকের ব্যাগ ফেলা হচ্ছে লেকের পানিতে।
৪ / ১২
লেকের পাড় ভরে আছে ময়লা-আবর্জনায়।
৫ / ১২
রাবারের জুতা, স্যান্ডেলসহ অপচনশীল দ্রব্য ভাসছে লেকের পানিতে।
৬ / ১২
পুরোনো টায়ার পানিতে দূষণ বাড়াচ্ছে।
৭ / ১২
লেকের একটি অংশে আবর্জনার মধ্যেই ফুটেছে শাপলা।
৮ / ১২
দর্শনার্থীদের অনেকেই ব্যবহারের পর মুখের মাস্ক ছুড়ে ফেলেন পানিতে।
৯ / ১২
লেকের আশপাশে বসবাসরত অনেকেই ঘরবাড়ির আবর্জনা ফেলেন লেকে।
১০ / ১২
লেকের পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা অপচনশীল দ্রব্য।
১১ / ১২
লেকের গাছ ও ডালপালা ভেঙে পড়ে আছে পানিতে।
১২ / ১২
নোংরা পানির ওপরই ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা।