গরমে হাঁসফাঁস

তাপপ্রবাহের কারণে মাঝ চৈত্রতেই গরমে হাঁসফাঁস অবস্থা দেশে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরে এই পর্যন্ত সর্বোচ্চ। দাবদাহ আরও কয়েক দিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

১ / ৭
গরমের সঙ্গে নানা ধরনের অসুস্থতাও বেড়েছে রংপুরে। এতে শিশুরাই ভুগছে বেশি। গঙ্গাচড়ার ইচলি এলাকার বাসিন্দা তাহেরা বেগম প্রখর রোদের মধ্যেই অসুস্থ সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন
ছবি: মঈনুল ইসলাম
২ / ৭
বগুড়া সদর উপজেলার চক মিটুন গ্রামের সাতবিলা মাঠে প্রখর রোদে কাজ করতে করতে ক্লান্ত কৃষক আবদুল মতিন। পথের পাশে অগভীর নলকূপের পানিতে তাই ভিজিয়ে নিচ্ছেন গলা
ছবি: সোয়েল রানা
৩ / ৭
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা অন্য প্রাণীদেরও। তপ্ত দুপুরে পানির ট্যাংকের পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টায় থাকা বানর দুটি ক্যামেরায় ধরা পড়েছে গতকাল সিলেট নগরের গোয়াইটুলা এলাকায়
ছবি: আনিস মাহমুদ
৪ / ৭
গরমে বেড়েছে পানির তৃষ্ণা। কুমিল্লা নগরের কান্দিরপাড়ে লেবু-বরফের শরবতের দোকানে কাটতিও বেড়েছে। অস্বাস্থ্যকর হলেও তাতেই তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে
ছবি: এম সাদেক
৫ / ৭
ক্লান্ত কৃষক আবদুর রব শেখ কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন খেতের পাশে বসে। ফরিদপুর সদর উপজেলার হাবিল মাতুব্বরের ডাংগী এলাকা থেকে তোলা
ছবি: আলীমুজ্জামান
৬ / ৭
প্রখর রোদের আঁচ থেকে কোলের শিশুটিকে বাঁচিয়ে নিয়ে চলছেন এক মা। দেশের মধ্যাঞ্চলের ফরিদপুরেও চলছে গরমের তীব্রতা
ছবি: আলীমুজ্জামান
৭ / ৭
বেড়েছে গরম, স্বস্তি পেতে খুলনা নগরে সড়কের পাশে জমে থাকা পানিতে ভিজছে দোয়েল পাখিটি
ছবি: সাদ্দাম হোসেন