চিলাহাটি-হলদিবাড়ী রেলসংযোগ চালু

দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ী পথে রেলসংযোগ আবার চালু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল বৃহস্পতিবার হওয়া ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠকে এ রেলসংযোগ উদ্বোধন হয়। দুই দেশের মধ্যে আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল করবে। আর আগামী বছরের ২৬ মার্চ থেকে এ পথে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৯৬৫ সালের আগে চিলাহাটি-হলদিবাড়ী পথে রেল যোগাযোগ ছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর সীমান্ত এলাকার প্রায় ৯ কিলোমিটার পথে রেললাইন তুলে নেওয়া হয়। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের বন্ধ রেলসংযোগগুলো চালুর সিদ্ধান্ত হয়। এর মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী পথও ছিল। গতকাল নতুন করে এই রেলসংযোগ চালুর পর নতুন এক অধ্যায়ের সূচনা হলো। উদ্বোধনের দিনে ছিল মানুষের উচ্ছ্বাস। সময়টা ক্যামেরায় বন্দী করেছেন প্রথম আলোর নীলফামারীর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান।

১ / ৮
৫৫ বছর পর বৃহস্পতিবার পুনরায় চালু হলো নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ীর রেল যোগাযোগ।
২ / ৮
চিলাহাটি-হলদিবাড়ী রেলসংযোগ উদ্বোধনের পর দেখা যায় অজস্র মানুষের ভিড়।
৩ / ৮
নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী সীমান্ত পর্যন্ত বাংলাদেশের ৬ দশমিক ৭২ কিলোমিটার অংশে রেললাইন বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
৪ / ৮
উদ্বোধনের পর ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।
৫ / ৮
রেলসংযোগ চালু হওয়া দেখতে উৎসুক মানুষের ভিড়।
৬ / ৮
রেলসংযোগের উদ্বোধন উপলক্ষে স্টেশন-সংলগ্ন এলাকায় নির্মিত প্যান্ডেল।
৭ / ৮
রেলসংযোগের উদ্বোধন উপলক্ষে স্টেশন-সংলগ্ন এলাকায় দুই দেশের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত উদ্বোধনী ফলক।
৮ / ৮
উদ্বোধনের পর চিলাহাটি রেলস্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ছেড়ে যাচ্ছে ভারতের উদ্দেশে।