ছবিতে রোহিঙ্গা ক্যাম্পের আগুন

সাত ঘণ্টা ধরে চলেছে আগুনের লেলিহান শিখার তাণ্ডব। ধোঁয়ায় ঘোর অন্ধকার নেমে এসেছে দিনের আলোতে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার অভিযানে। নারী-শিশুসহ চলে বাসিন্দাদের আর্তচিৎকার আর ছোটাছুটি। সোমবার বেলা ৩টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত হৃদয়বিদারক এমন দৃশ্যের অবতারণা ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় সাড়ে ৯ হাজারের বেশি ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবিগুলো সংগৃহীত।

১ / ১১
দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা।
২ / ১১
ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আকাশ।
৩ / ১১
আগুন থেকে বাঁচতে বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের সাহায্য করেন উদ্ধারকারীরা।
৪ / ১১
দিনের আলোয় নেমে আসে ঘোর অমানিশা।
৫ / ১১
খুঁটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই পুড়ে যাওয়া ঝুপড়ি ঘরগুলোর।
৬ / ১১
যতটা সম্ভব তাড়াতাড়ি দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা।
৭ / ১১
আগুন আর ধোঁয়ার বিভীষিকাময় দৃশ্য।
৮ / ১১
এ যেন ধোঁয়ার পাহাড়।
৯ / ১১
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে।
১০ / ১১
শেষবারের মতো নিজেদের আবাসস্থল খুঁজে ফিরছেন দুজন।
১১ / ১১
চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই ঘরপোড়া রোহিঙ্গাদের।