ছবির গল্প (আম)

১ / ১০
দেশে সবচেয়ে বেশি উৎপাদিত ফল আম। আমের পরে রয়েছে কাঁঠাল ও কলা
২ / ১০
মে মাসের মাঝামাঝিতে বাগান থেকে আম পাড়া শুরু হয়। পরিপক্ব আম পাড়া নিশ্চিত করতে প্রতিবছর সময়সূচি নির্ধারণ করে দেয় স্থানীয় প্রশাসন
DUKHU PALO
৩ / ১০
সাধারণ সাতক্ষীরার আম আগে পাড়া হয়। এ বছর সেখানে গত ২১ মে হিমসাগর আম পাড়া শুরু হয়। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের আমও বাজারে আসতে শুরু করেছে।
৪ / ১০
আমের মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের হাটগুলো জমজমাট হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়ারা গিয়ে সেখান থেকে আম কেনেন
৫ / ১০
রাজশাহী থেকে আম পরিবহনে রেলওয়ের চালু করা বিশেষ ‘ম্যাংগো ট্রেন’ এবার বেশ জনপ্রিয়তা পেয়েছে। ১০০ কেজি আম পরিবহনে সেখানে খরচ ১৩৫ টাকা, যা বেসরকারি কুরিয়ারে দেড় হাজার টাকার মতো
৬ / ১০
‘ম্যাংগো ট্রেনে’ পরিবহনের জন্য আম এনে জড়ো করা হয়েছে
৭ / ১০
অবশ্য ব্যবসায়ীদের ‘ম্যাংগো ট্রেন’ বিশেষ কাজে লাগে না। বিপুল পরিমাণে আম পরিবহনে তাঁদের ভরসা ট্রাক
৮ / ১০
ঢাকাসহ দেশের শহরগুলোতে ফলের দোকানে আধিপত্য এখন আমের। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পেশা হিসেবে বেছে নিয়েছেন আম বিক্রিকে
৯ / ১০
এ বছর আমের দাম তুলনামূলক কম। বিক্রিও ভালো। ব্যবসায়ীরা আম বিক্রি করে খুশি
১০ / ১০
দেশে নতুন নতুন জাতের আমগাছ লাগানো হচ্ছে। খাগড়াছড়িতে এ বছর ফলেছে জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম। প্রতি কেজির দাম এক হাজার টাকা