কেউ কোথাও নেই। ভবানীগঞ্জ, খোকসা, কুষ্টিয়া, ৩১ জুলাই। ছবি: বিজয় কৃষ্ণ পাল
৩ / ১১
নৌকার নদী বুড়িগঙ্গা। শত শত নৌকা প্রতিনিয়ত মানুষ পারাপারে ব্যস্ত সময় পার করে এখানে। ৩১ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
৪ / ১১
বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর। তাদের কাছে ঈদের কোনো আমেজ নেই। হয়নি ঈদ বাজারও। বন্যার্তদের ঈদসামগ্রী প্রদান করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ফজলুল হক কাওছার মোল্যা। কাঁচিকাট, সখিপুর, শরীয়তপুর, ৩১ জুলাই। ছবি: আসিফ আহমেদ
বর্ষায় খালগুলো পানিতে পূর্ণ থাকে, তখন চারদিকে হরেক পদ্ধতিতে মাছ ধরার ধুম পড়ে যায়। তেমনি এই ব্যক্তি মাছ ধরায় মগ্ন। ৩১ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ঈমন
৯ / ১১
স্নিগ্ধ সবুজের বুকে সুন্দরী মাকড়সা। পশ্চিম গাড়াখোলা, মধুখালী, ফরিদপুর, ১ আগস্ট। ছবি: তানভীর তানিম
১০ / ১১
পবিত্র ঈদুল আজহার গরু কোরবানির পর কাটাকাটি করা হচ্ছে। বড় দেওয়ানপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১ আগস্ট। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
১১ / ১১
তিন চাকার বাহন বরাবরই ঝুঁকিপূর্ণ। আলমসাধু নামে পরিচিত এ বাহনে ঈদের আমেজে ১১ জন কিশোরের আনন্দফুর্তি। কোনো মাস্ক, গ্লাভস ছাড়াই সাউন্ড বক্স এবং জেনারেটর নিয়ে করছে হইহুল্লোড়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর থেকে ছবিটি ১ আগস্ট তোলা। ছবি: মামুন সোহাগ