নাগরিক ছবি (০৩ আগস্ট, ২০২০)

১ / ১৩
সূর্যের আলো অস্ত যাওয়ার মতো জীবনের আলোটা আস্তে আস্তে নিভে যায়। তবুও জীবনের নৌকা বেয়ে সামনে চলতে হয়, লগির মতো হাতে ধরার শক্ত কিছু না থাকলেও চালিয়ে যেতে হয়। আবাসন, বালিয়াকান্দি, রাজবাড়ী, ২ আগস্ট। ছবি: শামিম মিয়া
সূর্যের আলো অস্ত যাওয়ার মতো জীবনের আলোটা আস্তে আস্তে নিভে যায়। তবুও জীবনের নৌকা বেয়ে সামনে চলতে হয়, লগির মতো হাতে ধরার শক্ত কিছু না থাকলেও চালিয়ে যেতে হয়। আবাসন, বালিয়াকান্দি, রাজবাড়ী, ২ আগস্ট। ছবি: শামিম মিয়া
২ / ১৩
বাইরে প্রচণ্ড তাপ। প্রচণ্ড তাপে মানুষ যেমন বিপর্যস্ত, তেমনি এ নিরীহ বিড়ালটি বিপর্যস্ত। তাই তো ঘরের কোণে খাটের নিচে মাটিতে নিজ দেহ এলিয়ে দিয়েছে। যেন পরম শান্তির নিদ্রায় আচ্ছন্ন। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ২ আগস্ট। ছবি: পারভেজ আহমেদ ইমন
বাইরে প্রচণ্ড তাপ। প্রচণ্ড তাপে মানুষ যেমন বিপর্যস্ত, তেমনি এ নিরীহ বিড়ালটি বিপর্যস্ত। তাই তো ঘরের কোণে খাটের নিচে মাটিতে নিজ দেহ এলিয়ে দিয়েছে। যেন পরম শান্তির নিদ্রায় আচ্ছন্ন। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ২ আগস্ট। ছবি: পারভেজ আহমেদ ইমন
৩ / ১৩
ঈদুল আজহার দিনে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সাতক্ষীরা, ১ আগস্ট। ছবি: রিফাত নূর রাব্বি
ঈদুল আজহার দিনে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সাতক্ষীরা, ১ আগস্ট। ছবি: রিফাত নূর রাব্বি
৪ / ১৩
পবিত্র ঈদুল আজহার দিনে কেউ কোরবানি নিয়ে ব্যস্ত, আবার কেউ নতুন কাপড় পরে বেড়াচ্ছেন আত্মীয়দের বাসায়। কিন্তু এই ছেলেটা মনু নদীতে জাল ফেলে অপেক্ষা করছে কখন মাছ এসে তার জালে ধরা দেবে। হতে পারে এই মাছগুলোই তার ঈদের খাবার। ছবিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাউকাপন এলাকার মনু নদীর তীর থেকে তোলা। ছবি: কামরান আহমদ
পবিত্র ঈদুল আজহার দিনে কেউ কোরবানি নিয়ে ব্যস্ত, আবার কেউ নতুন কাপড় পরে বেড়াচ্ছেন আত্মীয়দের বাসায়। কিন্তু এই ছেলেটা মনু নদীতে জাল ফেলে অপেক্ষা করছে কখন মাছ এসে তার জালে ধরা দেবে। হতে পারে এই মাছগুলোই তার ঈদের খাবার। ছবিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাউকাপন এলাকার মনু নদীর তীর থেকে তোলা। ছবি: কামরান আহমদ
৫ / ১৩
গ্রামীণ সৌন্দর্যের অন্য রকম দৃশ্য। বর্ষাকালে হরেক রকম মাছের সন্ধানে নদীতে জেলের সুনিপুণ কৌশলে জাল ফেলা। বেড়িবাঁধ, ফরিদপুর, ২ আগস্ট। ছবি: কাব্য সাহা
গ্রামীণ সৌন্দর্যের অন্য রকম দৃশ্য। বর্ষাকালে হরেক রকম মাছের সন্ধানে নদীতে জেলের সুনিপুণ কৌশলে জাল ফেলা। বেড়িবাঁধ, ফরিদপুর, ২ আগস্ট। ছবি: কাব্য সাহা
৬ / ১৩
সূর্যের অস্ত যাওয়ার সঙ্গে যেন নীড়ে ফেরার এক কোমল প্রতিযোগিতা। ছবিটি তিস্তা নদী থেকে তোলা। লালমনিরহাট, ২ আগস্ট। ছবি: তানভীর মোর্শেদ প্রান্ত
সূর্যের অস্ত যাওয়ার সঙ্গে যেন নীড়ে ফেরার এক কোমল প্রতিযোগিতা। ছবিটি তিস্তা নদী থেকে তোলা। লালমনিরহাট, ২ আগস্ট। ছবি: তানভীর মোর্শেদ প্রান্ত
৭ / ১৩
নৌকাবাইচ। শাজাহানপুর, বগুড়া, ৩ আগস্ট। ছবি: আরিফ শেখ
নৌকাবাইচ। শাজাহানপুর, বগুড়া, ৩ আগস্ট। ছবি: আরিফ শেখ
৮ / ১৩
মহিষের পিঠে বসে থেকে খাবার সংগ্রহ করছে কয়েকটি বক। ছবিটি সিলেটে মৌলভীবাজার সড়কের আখড়া বাজার এলাকা থেকে রোববার তোলা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত
মহিষের পিঠে বসে থেকে খাবার সংগ্রহ করছে কয়েকটি বক। ছবিটি সিলেটে মৌলভীবাজার সড়কের আখড়া বাজার এলাকা থেকে রোববার তোলা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত
৯ / ১৩
নদীভাঙন আর বন্যায় প্লাবিত নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী। করোনায় চরম দুর্ভোগে এ এলাকার মানুষ। ঈদের আনন্দ তাদের থেকে পালিয়েছে বহুদূরে। তাইতো তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টানা দুই দিন ধরে অসহায় এই মানুষগুলোর মধ্যে গরুর মাংস বিতরণ করে পাশে রয়েছেন ‘জীবন আলো’র স্বেচ্ছাসেবীরা। ছবি: মো. শাহাদাত হোসেন নিশাদ
নদীভাঙন আর বন্যায় প্লাবিত নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী। করোনায় চরম দুর্ভোগে এ এলাকার মানুষ। ঈদের আনন্দ তাদের থেকে পালিয়েছে বহুদূরে। তাইতো তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টানা দুই দিন ধরে অসহায় এই মানুষগুলোর মধ্যে গরুর মাংস বিতরণ করে পাশে রয়েছেন ‘জীবন আলো’র স্বেচ্ছাসেবীরা। ছবি: মো. শাহাদাত হোসেন নিশাদ
১০ / ১৩
মধুমতির থইথই পানিতে পালতোলা নৌকা নিয়ে মাঝির ছুটে চলা। লংকারচর, বোয়ালমারী, ফরিদপুর, ৩ আগস্ট। ছবি: রাকিবুল ইসলাম
মধুমতির থইথই পানিতে পালতোলা নৌকা নিয়ে মাঝির ছুটে চলা। লংকারচর, বোয়ালমারী, ফরিদপুর, ৩ আগস্ট। ছবি: রাকিবুল ইসলাম
১১ / ১৩
ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছেন অনেকে। সিলেটের বাওরকান্দি এলাকায় নৌকা নিয়ে ঘুরছেন অনেকে। ছবিটি সিলেটের বাওরকান্দি এলাকা থেকে তোলা। ২ আগস্ট। ছবি: অনির্বাণ সেনগুপ্ত
ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছেন অনেকে। সিলেটের বাওরকান্দি এলাকায় নৌকা নিয়ে ঘুরছেন অনেকে। ছবিটি সিলেটের বাওরকান্দি এলাকা থেকে তোলা। ২ আগস্ট। ছবি: অনির্বাণ সেনগুপ্ত
১২ / ১৩
বর্ষায় নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। মাছ শিকারের এখনই উপযুক্ত সময়। তাই তো জাল নিয়ে কর্মব্যস্ত এক জেলে। পশ্চিম গাড়াখোলা, মধুখালী, ফরিদপুর, ৩ আগস্ট। ছবি: তানভীর তানিম
বর্ষায় নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। মাছ শিকারের এখনই উপযুক্ত সময়। তাই তো জাল নিয়ে কর্মব্যস্ত এক জেলে। পশ্চিম গাড়াখোলা, মধুখালী, ফরিদপুর, ৩ আগস্ট। ছবি: তানভীর তানিম
১৩ / ১৩
গরমের কারণে পানি নেমে খেলায় মগ্ন শিশু-কিশোরেরা। ছবিটি সিলেটের বাওরকান্দি এলাকা থেকে সোমবার তোলা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত
গরমের কারণে পানি নেমে খেলায় মগ্ন শিশু-কিশোরেরা। ছবিটি সিলেটের বাওরকান্দি এলাকা থেকে সোমবার তোলা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত