নাগরিক ছবি (১০ আগস্ট, ২০২০)

১ / ১৪
গোমতী নদীতে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে। দেবিদ্বার, কুমিল্লা, ১০ আগস্ট। ছবি: রাকিবুল সরকার
গোমতী নদীতে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে। দেবিদ্বার, কুমিল্লা, ১০ আগস্ট। ছবি: রাকিবুল সরকার
২ / ১৪
আজকাল মানুষের আকাশ দেখার ফুসরত মেলে না। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ স্লুইসগেট এলাকায় এভাবেই গত শুক্রবার দুপুরে শ্রাবণের আকাশটা যেন তার সব নীল মেলে ধরে অপরূপ সৌন্দর্যে সেজেছে। ছবি ইমতিয়াজ আহমেদ
আজকাল মানুষের আকাশ দেখার ফুসরত মেলে না। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ স্লুইসগেট এলাকায় এভাবেই গত শুক্রবার দুপুরে শ্রাবণের আকাশটা যেন তার সব নীল মেলে ধরে অপরূপ সৌন্দর্যে সেজেছে। ছবি ইমতিয়াজ আহমেদ
৩ / ১৪
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৯ আগস্ট। ছবি: সজিব খান রিগান
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৯ আগস্ট। ছবি: সজিব খান রিগান
৪ / ১৪
ঘুড়ি ওড়ানো। গোদার বাজার পদ্মার পাড়, রাজবাড়ী, ৮ আগস্ট। ছবি: ইসতিয়াক হোসেন সোয়েব
ঘুড়ি ওড়ানো। গোদার বাজার পদ্মার পাড়, রাজবাড়ী, ৮ আগস্ট। ছবি: ইসতিয়াক হোসেন সোয়েব
৫ / ১৪
বর্ষার মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘শাপলা ফুল’। কৈশোরকালে গ্রামে বেড়ে ওঠা ছেলে কিংবা মেয়ে এমন কেউ নেই যে শাপলা মেলায় নিজেকে হারায়নি। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ৭ আগস্ট। ছবি: রাব্বি হাসান
বর্ষার মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘শাপলা ফুল’। কৈশোরকালে গ্রামে বেড়ে ওঠা ছেলে কিংবা মেয়ে এমন কেউ নেই যে শাপলা মেলায় নিজেকে হারায়নি। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ৭ আগস্ট। ছবি: রাব্বি হাসান
৬ / ১৪
বানের পানিতে মাছ ধরা। ফেঞ্চুগঞ্জ, সিলেট ৮ আগস্ট। ছবি: ফরিদ উদ্দিন আজমানী
বানের পানিতে মাছ ধরা। ফেঞ্চুগঞ্জ, সিলেট ৮ আগস্ট। ছবি: ফরিদ উদ্দিন আজমানী
৭ / ১৪
এক পাশে নদী, অন্য পাশে কাশফুল। সবুজের সমারোহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাটের পাশে ভাটিবন্দর ও কান্দারগাঁ গ্রামের কোলঘেঁষা মাঠে অপরূপ সৌন্দর্যের ছবিটি শনিবার তোলা। ছবি: মো. মীমরাজ হোসেন
এক পাশে নদী, অন্য পাশে কাশফুল। সবুজের সমারোহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাটের পাশে ভাটিবন্দর ও কান্দারগাঁ গ্রামের কোলঘেঁষা মাঠে অপরূপ সৌন্দর্যের ছবিটি শনিবার তোলা। ছবি: মো. মীমরাজ হোসেন
৮ / ১৪
জীবন ও জীবিকা। হাওরের বুকে ছুটে চলা এক জীবন। শৈশব, কৈশোর পেরিয়ে বার্ধক্যে উপনীত, তাও ছুঠে চলা অবিরাম। তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ, ১০ আগস্ট। ছবি: গৌতম দেব
জীবন ও জীবিকা। হাওরের বুকে ছুটে চলা এক জীবন। শৈশব, কৈশোর পেরিয়ে বার্ধক্যে উপনীত, তাও ছুঠে চলা অবিরাম। তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ, ১০ আগস্ট। ছবি: গৌতম দেব
৯ / ১৪
নেত্রকোনার দুর্গাপুরের রিকশাচালক তারা মিয়া নিজের আয় থেকে প্রতিদিন অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেন। সেই অর্থ দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, খেলার সামগ্রীসহ নানা কিছু কিনে দেন। কিছুদিন আগে তিনি নিজের সঞ্চয়ের ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন। সেই রিকশাচালক তারা মিয়া উদ্বোধন করলেন পথ পাঠাগার। দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা বাজারে গত শনিবার বিকেলে পথ পাঠাগার উদ্বোধন করা হয়। ছবি: মামুন রণবীর
নেত্রকোনার দুর্গাপুরের রিকশাচালক তারা মিয়া নিজের আয় থেকে প্রতিদিন অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেন। সেই অর্থ দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, খেলার সামগ্রীসহ নানা কিছু কিনে দেন। কিছুদিন আগে তিনি নিজের সঞ্চয়ের ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন। সেই রিকশাচালক তারা মিয়া উদ্বোধন করলেন পথ পাঠাগার। দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা বাজারে গত শনিবার বিকেলে পথ পাঠাগার উদ্বোধন করা হয়। ছবি: মামুন রণবীর
১০ / ১৪
ঝিঙে ফুল! ঝিঙে ফুল। সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল–ঝিঙে ফুল। ঝিঙে ফুলের এই অপরূপ দৃশ্য দেখেই হয়তো কাজী নজরুল ইসলাম তাঁর বিখ্যাত ‘ঝিঙে ফুল’ কবিতাটি লিখেছিলেন। সবজি–বাগান, শ্রুতিধর, কালীগঞ্জ, লালমনিরহাট, ১০ আগস্ট। ছবি: সাহেদুজ্জামান সাকিব
ঝিঙে ফুল! ঝিঙে ফুল। সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল–ঝিঙে ফুল। ঝিঙে ফুলের এই অপরূপ দৃশ্য দেখেই হয়তো কাজী নজরুল ইসলাম তাঁর বিখ্যাত ‘ঝিঙে ফুল’ কবিতাটি লিখেছিলেন। সবজি–বাগান, শ্রুতিধর, কালীগঞ্জ, লালমনিরহাট, ১০ আগস্ট। ছবি: সাহেদুজ্জামান সাকিব
১১ / ১৪
বালুবাহী এই ট্রলারগুলো দেখতে খুবই অদ্ভুত। এক পাশে পানি উঠে ঢেউ হয়ে অন্য পাশে নেমে যায়। দেখে মনে হবে এই যেন ডুবে গেল। মেঘনা নদী। ছবি: আফজাল তাহফি রোহান।
বালুবাহী এই ট্রলারগুলো দেখতে খুবই অদ্ভুত। এক পাশে পানি উঠে ঢেউ হয়ে অন্য পাশে নেমে যায়। দেখে মনে হবে এই যেন ডুবে গেল। মেঘনা নদী। ছবি: আফজাল তাহফি রোহান।
১২ / ১৪
জবা ফুল। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ৯ আগস্ট। ছবি: কামরান আহমদ
জবা ফুল। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ৯ আগস্ট। ছবি: কামরান আহমদ
১৩ / ১৪
প্রতিকূল পরিবেশে বেঁচে থাকাটাই আসল, যেখানে সৌন্দর্য আর বিলাসিতার থেকে প্রয়োজনটাই দুষ্প্রাপ্য। মহাস্থানগড়, বগুড়া, ৯ আগস্ট। ছবি: সৈকত মোহাম্মাদ
প্রতিকূল পরিবেশে বেঁচে থাকাটাই আসল, যেখানে সৌন্দর্য আর বিলাসিতার থেকে প্রয়োজনটাই দুষ্প্রাপ্য। মহাস্থানগড়, বগুড়া, ৯ আগস্ট। ছবি: সৈকত মোহাম্মাদ
১৪ / ১৪
জেলেরা প্রবল ঝড়–তুফানের মধ্যেও জীবিকার তাগিদে জীবনবাজি রেখে নদীতে মাছশিকার করতে যান। ভোলার তজুমদ্দিন থানার সুইজঘাট এলাকা থেকে সোমবার ছবিটি তোলা। ছবি: কামরুল হাসান
জেলেরা প্রবল ঝড়–তুফানের মধ্যেও জীবিকার তাগিদে জীবনবাজি রেখে নদীতে মাছশিকার করতে যান। ভোলার তজুমদ্দিন থানার সুইজঘাট এলাকা থেকে সোমবার ছবিটি তোলা। ছবি: কামরুল হাসান