নাগরিক ছবি (৩০ জুলাই, ২০২০)

১ / ১০
চলছে বর্ষার মৌসুম। চারদিকে বৃষ্টির পানিতে টইটম্বুর অবস্থা। হাঁস পালনের উপযুক্ত সময় এখন। সে জন্য গ্রামের ঘরে ঘরে চলছে হাঁসের বাচ্চা ফুটানোর প্রক্রিয়া। তাহেরপুর, খোকসা, কুষ্টিয়া, ৩০ জুলাই। ছবি: শাহরিয়ার সুমন
চলছে বর্ষার মৌসুম। চারদিকে বৃষ্টির পানিতে টইটম্বুর অবস্থা। হাঁস পালনের উপযুক্ত সময় এখন। সে জন্য গ্রামের ঘরে ঘরে চলছে হাঁসের বাচ্চা ফুটানোর প্রক্রিয়া। তাহেরপুর, খোকসা, কুষ্টিয়া, ৩০ জুলাই। ছবি: শাহরিয়ার সুমন
২ / ১০
চারদিকে পানি আর পানিবন্দী হাজারো মানুষ। বন্যায় বিভিন্ন অঞ্চলে খাদ্যের সংকট। বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এমন অবস্থায় বাড়ির আঙিনায় মাচা করে সবজির চাষ রক্ষা করছে পানিবন্দী মানুষের সবজির চাহিদা। স্থানীয় ভাষায় একে জাংলাও বলা হয়ে থাকে। সাধারণ বাঁশ দিয়ে তৈরি করা হয় এই মাচা বা জাংলা। আগধল্যা, মির্জাপুর, টাঙ্গাইল, ৩০ জুলাই। ছবি: খন্দকার নাঈমা আক্তার নুন
চারদিকে পানি আর পানিবন্দী হাজারো মানুষ। বন্যায় বিভিন্ন অঞ্চলে খাদ্যের সংকট। বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এমন অবস্থায় বাড়ির আঙিনায় মাচা করে সবজির চাষ রক্ষা করছে পানিবন্দী মানুষের সবজির চাহিদা। স্থানীয় ভাষায় একে জাংলাও বলা হয়ে থাকে। সাধারণ বাঁশ দিয়ে তৈরি করা হয় এই মাচা বা জাংলা। আগধল্যা, মির্জাপুর, টাঙ্গাইল, ৩০ জুলাই। ছবি: খন্দকার নাঈমা আক্তার নুন
৩ / ১০
দল বেঁধে খাবার খাচ্ছে হাঁস। উত্তর ইসলামপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
দল বেঁধে খাবার খাচ্ছে হাঁস। উত্তর ইসলামপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
৪ / ১০
বর্ষায় রোদ-মেঘের খেলা। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। ফিশারিপাড়, কুতুবপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৩০ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
বর্ষায় রোদ-মেঘের খেলা। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। ফিশারিপাড়, কুতুবপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৩০ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
৫ / ১০
বর্ষায় মাঠে ব্যস্ত কৃষক। মল্লিকপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
বর্ষায় মাঠে ব্যস্ত কৃষক। মল্লিকপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
৬ / ১০
কয়েক দিনের টানা বৃষ্টিতে আগের লাগানো ধানের চারা পচে গেছে, তাই আবার নতুন করে লাগানো হচ্ছে ধানের চারা। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৩০ জুলাই। ছবি: সজীব খান রিগান
কয়েক দিনের টানা বৃষ্টিতে আগের লাগানো ধানের চারা পচে গেছে, তাই আবার নতুন করে লাগানো হচ্ছে ধানের চারা। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৩০ জুলাই। ছবি: সজীব খান রিগান
৭ / ১০
বর্ষায় হাকালুকি হাওর। বাঘমারা, ফেঞ্চুগঞ্চ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
বর্ষায় হাকালুকি হাওর। বাঘমারা, ফেঞ্চুগঞ্চ, সিলেট, ২৯ জুলাই। ছবি: মো. আব্দুস সালাম
৮ / ১০
থেমে নেই দুরন্তপনা, বর্ষার খেলাগুলোর মধ্যে লাটিম একটি। গ্রাম্য শিশু-কিশোরদের খুব পছন্দের একটি খেলা। হাসনাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুলাই। ছবি: ইয়াছিন সাইফ
থেমে নেই দুরন্তপনা, বর্ষার খেলাগুলোর মধ্যে লাটিম একটি। গ্রাম্য শিশু-কিশোরদের খুব পছন্দের একটি খেলা। হাসনাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুলাই। ছবি: ইয়াছিন সাইফ
৯ / ১০
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রাজাবাড়ি তল্লাইপার থেকে রাজাবাড়ি-কাশিমপুর নতুনবাজার পর্যন্ত ৩ কিলোমিটার মাটির রাস্তার এমনই বেহাল চিত্র এটি। গ্রামবাসীর অভিযোগ, এই ইউনিয়নের মানুষকে যুগের পর যুগ ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে যাতায়াতের জন্য একেবারে অনুপযুক্ত হয়ে পড়া রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। সংশ্লিষ্ট মহল কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি রাস্তাটি সংস্কারে। ছবিটি আজ বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা, রাজাবাড়ি তল্লাইপার মোড় থেকে তোলা। ছবি: ইমতিয়াজ আহমেদ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রাজাবাড়ি তল্লাইপার থেকে রাজাবাড়ি-কাশিমপুর নতুনবাজার পর্যন্ত ৩ কিলোমিটার মাটির রাস্তার এমনই বেহাল চিত্র এটি। গ্রামবাসীর অভিযোগ, এই ইউনিয়নের মানুষকে যুগের পর যুগ ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে যাতায়াতের জন্য একেবারে অনুপযুক্ত হয়ে পড়া রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। সংশ্লিষ্ট মহল কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি রাস্তাটি সংস্কারে। ছবিটি আজ বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা, রাজাবাড়ি তল্লাইপার মোড় থেকে তোলা। ছবি: ইমতিয়াজ আহমেদ
১০ / ১০
কুশিয়ারা নদীর অববাহিকায় মানুষের যাতায়াতের মাধ্যম ছিল নৌকা–লঞ্চ। কিন্তু কালের বিবর্তনে সড়ক যোগাযোগের উন্নয়নে সচরাচর লঞ্চগুলো কুশিয়ারায় দেখা যায় না। বর্ষার মৌসুমে কিছুদিনের জন্য পাওয়া যায় হারিয়ে যাওয়া লঞ্চকে। ছবিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার খেয়াঘাট থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: মো. আব্দুস সালাম
কুশিয়ারা নদীর অববাহিকায় মানুষের যাতায়াতের মাধ্যম ছিল নৌকা–লঞ্চ। কিন্তু কালের বিবর্তনে সড়ক যোগাযোগের উন্নয়নে সচরাচর লঞ্চগুলো কুশিয়ারায় দেখা যায় না। বর্ষার মৌসুমে কিছুদিনের জন্য পাওয়া যায় হারিয়ে যাওয়া লঞ্চকে। ছবিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার খেয়াঘাট থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: মো. আব্দুস সালাম