নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজার

৪ অক্টোবর থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এ সময়ে মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে নিষেধাজ্ঞার খবর পেয়ে টানা তিন মাসের মাছ ধরার অভিযান শেষে জেলেরা বাড়িতে ফিরতে শুরু করেছেন। অনেক জেলে মাছ বিক্রি না করে পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন। গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মাছের আড়ত ইলিশে ভরে যায়। দিনভর ভালো দামে বিক্রি হলেও সন্ধ্যার পর অনেক ইলিশ অবিক্রীত রয়ে যায়। সোমবার সকাল থেকে বিক্রি ও মজুত বন্ধ থাকার ঘোষণায় মাছ ব্যবসায়ীরা গতকাল রোববার রাতে কম দামে ইলিশ বিক্রি করেন। মধ্যরাতে যখন ক্রেতা কমে আসেন, তখন মাছ বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়ার কথা জানান কয়েকজন মাছ ব্যবসায়ী।

১ / ১০
মা ইলিশ রক্ষায় চাঁদপুরে একটি নৌ শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টায় শহরের বড় স্টেশন ডাকাতিয়া নদীর পাড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেঘনা মোহনা হয়ে পদ্মা নদীর রাজরাজেশ্বর এলাকা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা প্রদক্ষিণ করে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। চাঁদপুর, ৪ অক্টোবর
ছবি: আলম পলাশ
২ / ১০
কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে ফিরে আসা ট্রলারে চলছে আহরিত মাছের বেচাবিক্রি। কক্সবাজার, ৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
৩ / ১০
রোববার দিবাগত রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই শেষ দিনে নগরের মৎস্য অবতরণ কেন্দ্রে ছিল ক্রেতার ভিড়। তবে করোনার সংক্রমণ রোধে বেশির ভাগ মানুষের মুখে ছিল না মাস্ক। স্বাস্থ্যবিধি ছিল অনেকটা উপেক্ষিত। মৎস্য অবতরণ কেন্দ্র, পোর্ট রোড, বরিশাল নগর, ৩ অক্টোবর
ছবি: সাইয়ান
৪ / ১০
সাগরে ধরা ইলিশ বিক্রির জন্য আনা হয়েছে বাজারে। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম, ২ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৫ / ১০
জেলেদের হাতে ধরা পড়েছে এ রকম অনেক বড় ইলিশ। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম, ২ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৬ / ১০
জেলেদের ধরা ইলিশ ঠেলাগাড়িতে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বাজারে। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম, ২ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
মাছ ধরা বন্ধ, তাই কর্ণফুলী নদীতে নোঙর করা হচ্ছে মাছ ধরার ট্রলার। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম, ২ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
ঝুড়িভর্তি ইলিশ নিয়ে বাজারে যাচ্ছেন এক শ্রমিক। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম, ২ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৯ / ১০
প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ দেখাচ্ছেন এক খুচরা বিক্রেতা। ইলিশটির দাম চাওয়া হয়েছে ১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া বিক্রির জন্য আরও ইলিশ নিয়ে বসেছেন এই বিক্রেতা। মৎস্য অবতরণ কেন্দ্র, পোর্ট রোড, বরিশাল নগর, ৩ অক্টোবর
ছবি: সাইয়ান
১০ / ১০
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে গতকাল রোববার সকাল থেকে কারওয়ান বাজারের মাছের আড়তে ইলিশে ভরে যায়। দিনভর ভালো দামে বিক্রি হলেও সন্ধ্যার পর আড়তে অবিক্রীত অনেক ইলিশ রয়ে যায়। ঢাকা, ৩ অক্টোবর
ছবি: দীপু মালাকার