নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজার
৪ অক্টোবর থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এ সময়ে মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে নিষেধাজ্ঞার খবর পেয়ে টানা তিন মাসের মাছ ধরার অভিযান শেষে জেলেরা বাড়িতে ফিরতে শুরু করেছেন। অনেক জেলে মাছ বিক্রি না করে পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন। গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মাছের আড়ত ইলিশে ভরে যায়। দিনভর ভালো দামে বিক্রি হলেও সন্ধ্যার পর অনেক ইলিশ অবিক্রীত রয়ে যায়। সোমবার সকাল থেকে বিক্রি ও মজুত বন্ধ থাকার ঘোষণায় মাছ ব্যবসায়ীরা গতকাল রোববার রাতে কম দামে ইলিশ বিক্রি করেন। মধ্যরাতে যখন ক্রেতা কমে আসেন, তখন মাছ বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়ার কথা জানান কয়েকজন মাছ ব্যবসায়ী।