পৌরসভার ভোটচিত্র

প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। দিনের শুরুর ভাগে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল ভালো। দুপুর পর্যন্ত কয়েকটি কেন্দ্রে মারামারি, গাড়ি ভাঙচুর, প্রার্থীদের ভোটবর্জন ছাড়া সারা দেশে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ছবিতে দেখে নেওয়া যাক পৌরসভাগুলোর নির্বাচনের চিত্র

১ / ১২
চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬ দিন বয়সী শিশুসন্তানকে নিয়ে ভোট দিতে এসেছেন সিঅ্যান্ডবি পাড়ার গৃহবধূ রোকসানা পারভীন
ছবি: প্রথম আলো
২ / ১২
পটুয়াখালীর কুয়াকাটায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হওয়া এ নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে। ছবিটি ১৫৯ পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল ৯টায় তোলা
ছবি: প্রথম আলো
৩ / ১২
চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল ১০টায় পুরুষ ভোটারদের কক্ষের সামনে ফাঁকা
ছবি: প্রথম আলো
৪ / ১২
৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ১০২ বছর বয়সী গৌরী বালা ছেলে আর নাতির হাত ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন
ছবি: সাজেদুল আলম
৫ / ১২
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বেলা ১১টার দিকে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রের সামনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেন একদল উচ্ছৃঙ্খল তরুণ
ছবি: রাজিউর রহমান
৬ / ১২
সুনামগঞ্জের দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে সকাল ১০টার চিত্র
ছবি: প্রথম আলো
৭ / ১২
প্রথমবাবের মতো সব কটি পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটাররা নতুন পদ্ধতি বুঝতে না পারায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। পাবনার চাটমোহরের আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি-হাসান মাহমুদ
৮ / ১২
কুষ্টিয়ার খোকসা পৌর ভবন কেন্দ্রে সকালেই নারী ভোটারের দীর্ঘ সারি
ছবি: তৌহিদী হাসান
৯ / ১২
রাজশাহীর পুঠিয়া পৌরসভার গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১২
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় জগ প্রতীকের কর্মী–সমর্থকদের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খুলনার দাকোপ উপজেলার শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না আবুল হোসেন (৮০)। সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো
১২ / ১২
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে রুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে বিজিবির অবস্থান
ছবি: সাইয়ান