প্রদর্শনী ‘আলোয় আঁধারে’

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আলোয় আঁধারে’ শিরোনামে আজ শনিবার থেকে সাত দিনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীর শুরুর দিন, অর্থাৎ আজ বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী ওয়াকিলুর রহমান, সাইফ উল হক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। গান পরিবেশন করেন শিল্পী সায়ন্তনী ত্বিষা। একই জায়গায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই সাত দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১ / ১০
প্রদর্শনী ঘুরে দেখছেন দুই দর্শনার্থী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
২ / ১০
প্রদর্শনীতে প্রথম আলো পত্রিকা, অনলাইন ও সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। প্রথম আলোর নির্বাচিত ছবি ও শিশিরের কার্টুন দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা।
৩ / ১০
‘আলোয় আঁধারে’ প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য আজ বেলা ১১টায় উন্মুক্ত হয়।
৪ / ১০
পরিবারের সবাই মিলে এসেছেন প্রদর্শনী দেখতে।
৫ / ১০
প্রদর্শনীর বাইরে রয়েছে প্রথমার স্টলও।
৬ / ১০
‘আমার বাংলাদেশ’ শিরোনামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আঁকা ছবিগুলো প্রদর্শনীতে রাখা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। শিল্পী অবন্তি সিঁথি গান পরিবেশ করবেন।
৭ / ১০
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী ওয়াকিলুর রহমান।
৮ / ১০
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
৯ / ১০
গান পরিবেশন করেন শিল্পী সায়ন্তনী ত্বিষা।
১০ / ১০
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।