ফুলের বাজার

যশোরর ঝিকরগাছার গদখালীতে রয়েছে ফুলের পাইকারি বাজার। ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যায় এখানকার ফুল। পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গদখালী মোকামে আগামী কয়েক সপ্তাহ ফুলের বেচাকেনা বাড়বে বলে আশা করেন স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ীরা। গত বৃহস্পতি ও শুক্রবার যশোরের ঝিকরগাছার গদখালী থেকে ছবিগুলো তুলেছেন জাহিদুল করিম।

১ / ১২
সাইকেলে করে বিক্রির জন্য আঁটি বেঁধে আনা হয়েছে লাল গোলাপ।
২ / ১২
গোলাপ নিয়ে যাওয়া হবে বাজারে।
৩ / ১২
ফুল কেনার আগে পরখ করে নেওয়া হয়।
৪ / ১২
ফুল নিয়ে যাচ্ছেন একজন।
৫ / ১২
গ্লাডিওলাস ফুল বাজারে আনা হয়েছে।
৬ / ১২
চাষির কাছ থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী।
৭ / ১২
ভোর থেকেই বিভিন্ন ফুলের পসরা বসে গদখালী বাজারে।
৮ / ১২
ফুলের বাজার।
৯ / ১২
গ্লাডিওলাস কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী।
১০ / ১২
টকটকে লাল গোলাপের বাহার।
১১ / ১২
সাইকেলে নেওয়া হয় ফুল।
১২ / ১২
আঁটি বাঁধা গোলাপ।