বই বিনিময় উৎসব

একবার পড়া হয়ে গেলে অনেকের কাছে বই পুরোনো হয়ে যায়। কখনোবা তা পড়ে থাকে বইয়ের র‌্যাকে। এভাবে ফেলে না রেখে একে অপরের সঙ্গে বিনিময় করলে কেমন হয়! তাতে বইটি বিভিন্ন হাত ঘুরে প্রাণ ফিরে পায়। এ রকম চিন্তা থেকে চার তরুণ সমাজসেবক ‘বই বন্ধু’ সংগঠনের ব্যানারে ঢাকার রবীন্দ্রসরোবরের পাশে আয়োজন করলেন প্রথম বই বিনিময় উৎসব। এতে যোগ দিয়ে প্রায় দুই হাজার বইপ্রেমী ১২ হাজার বই বিনিময় করেছেন নিজেদের সঙ্গে। আয়োজকেরা জানালেন, প্রতিটি বিভাগীয় শহরে বছরে একবার ও রাজধানীতে একবার করে এমন বই বিনিময় উৎসব আয়োজন করতে চান তাঁরা।
বই বিনিময় উৎসবের ছবিগুলো ২৬ ফেব্রুয়ারি তোলা।

১ / ১১
উৎসবে বই বাছাই করছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
২ / ১১
উৎসবে অংশগ্রহণ করতে টোকেন সংগ্রহ বইপ্রেমীদের।
৩ / ১১
চলছে বই বাছাই।
৪ / ১১
উৎসবে আগ্রহ ছিল তরুণ-তরুণী সবারই।
৫ / ১১
টোকেনে বইয়ের নাম লিখছেন একজন।
৬ / ১১
বিনিময়ের জন্য মাটিতে সাজিয়ে রাখা।
৭ / ১১
বইপ্রেমীদের ভিড়।
৮ / ১১
বিনিময়ের কাজ চলছে প্রকৃতির সান্নিধ্যে।
৯ / ১১
নিজের পুরোনো বই জমা দিয়ে অন্যের বই সংগ্রহ করছেন।
১০ / ১১
আগ্রহের কমতি ছিল না বই বিনিময় উৎসবে।
১১ / ১১
পর্দা নামল বই বিনিময় উৎসবের।