বঙ্গবন্ধুর কর্মময় জীবন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের আয়োজনে ১৫ নভেম্বর থেকে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্যাভিলিয়নে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীতে আলোকচিত্র, বই, ভিডিওসহ বিভিন্ন উপকরণে বঙ্গবন্ধুর কর্মময় জীবন তুলে ধরা হয়েছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ছবি: সাবিনা ইয়াসমিন

১ / ১০
বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিরল কিছু আলোকচিত্র।
২ / ১০
নতুন প্রজন্ম জানছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৩ / ১০
সংসদ ভবন প্রাঙ্গণে চলছে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র প্রদর্শনী।
৪ / ১০
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের কিছু আলোকচিত্র।
৫ / ১০
নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ ঘুরে দেখছেন প্রদর্শনী।
৬ / ১০
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার স্থপতিকে জানতে ভিন্ন এক আয়োজন।
৭ / ১০
সব বয়সী মানুষ ঘুরে দেখছেন প্রদর্শনী।
৮ / ১০
শিশুরাও এসেছে প্রদর্শনী দেখতে।
৯ / ১০
অনেকে আগ্রহভরে দেখেন জাতির জনককে নিয়ে ভিন্নমাত্রার এ আয়োজন।
১০ / ১০
ছবিতে ছবিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর।