বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশের শেষ মুহূর্তে পুলিশের সঙ্গে কয়েকজন নেতা-কর্মীর বাগ্‌বিতণ্ডা হয়। বিএনপির নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বিএনপির একদল নেতা-কর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের লাঠিপেটায় এ সময় বেশ কয়েকজন আহত হন। লাঠিপেটার পর সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

১ / ১২
সকাল সাড়ে ১০টা থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কজুড়ে সমাবেশে অংশ নেন নেতা-কর্মীরা
২ / ১২
সমাবেশের শুরু থেকেই তোপখানা এলাকায় ছিল পুলিশের অবস্থান
৩ / ১২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ছিলেন সমাবেশের প্রধান অতিথি
৪ / ১২
শেষ মুহূর্তে পুলিশের সঙ্গে কয়েকজন নেতা-কর্মীর বাগ্‌বিতণ্ডা হয়
৫ / ১২
বিএনপির নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দেন
৬ / ১২
এ সময় লাঠিপেটা করে পুলিশ
৭ / ১২
ধাওয়া খেয়ে বিএনপির একদল নেতা-কর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন। ছবি: সংগৃহীত
৮ / ১২
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। ছবি: সংগৃহীত
৯ / ১২
পুলিশ বেধড়ক লাঠিপেটা করলে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান
১০ / ১২
কাদামাটিতে লুটিয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা
১১ / ১২
পুলিশের লাঠিপেটায় এ সময় বেশ কয়েকজন কর্মী আহত হন
১২ / ১২
পুলিশের ধাওয়ায় নেতা-কর্মীরা সচিবালয়ের দক্ষিণ গেট সড়ক ধরে পালিয়ে যান