ভাঙা ঘরে চলছে জীবন

দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে বসতি। ছোট ছোট কারখানার শ্রমিকদের বসবাস এই এলাকাজুড়ে। নদীসংলগ্ন এলাকা দখল করে গড়ে উঠেছে এই জনপদ। কিছুদিন আগেই অবৈধভাবে গড়ে ওঠা এসব টিনের ঘর ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কোথাও যাওয়ার জায়গা খুঁজে না পেয়ে এই ভাঙা ঘরগুলোয় ঝুঁকি নিয়ে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। চলছে রান্নাসহ সাংসারিক নানা কাজ। ভাঙা ঘরেও থেমে নেই শিশুদের খেলা। জীবিকার তাগিদে বের হচ্ছেন পুরুষেরা। এভাবেই ভাঙাগড়ার মধ্যে চলছে শ্রমিকের জীবন ও জীবিকা। গত কয়েক দিন রাজধানীর সোয়ারীঘাট এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন তানভীর আহাম্মেদ।

১ / ১২
ভাঙা টিনের স্তূপে শিশুরা
২ / ১২
ভাঙা ঘরের মধ্যে খেলায় মেতেছে দুই শিশু
৩ / ১২
ভাঙা ঘরেই ওদের জীবন
৪ / ১২
চলছে দৈনন্দিন সব কাজ
৫ / ১২
এটিই ওদের শোয়ার ঘর
৬ / ১২
থেমে নেই ওদের খেলাধুলা
৭ / ১২
নদীসংলগ্ন এলাকায় গড়ে ওঠা টিনের ঘর ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ
৮ / ১২
চলছে দুপুরের রান্না
৯ / ১২
ভেতরের কারখানা থেকে মালামাল বের করছেন এক শ্রমিক
১০ / ১২
তৈরি পোশাক বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে
১১ / ১২
নদীসংলগ্ন এলাকায় গড়ে ওঠা কারখানা ভেঙে দেওয়া হয়েছে। হতাশ হয়ে বসে আছেন এক শ্রমিক
১২ / ১২
ভাঙা ঘরে চলছে ওদের জীবন