শীতেও কদমের শোভা

কদম ফোটে বর্ষায়। কিন্তু এই নভেম্বরের শীতেও কদমগাছে ফুল ফুটেছে। খুলনার বয়রায় দেখা মিলেছে সবুজ পাতার ভেতরে ফুটে থাকা কদমের। নগরের বয়রা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বড় বয়রা সর্বজনীন পূজামন্দির প্রাঙ্গণে রয়েছে কদমগাছটি। সেখানে চোখে পড়ে ফুটে থাকা ফুল আর শোনা যায় পাখির কিচিরমিচির শব্দ। শিশু-কিশোররা অসময়ের এই কদমফুল পাড়ার চেষ্টা চালাচ্ছে। বৃক্ষ-প্রকৃতি বিষয়ে কাজ করা লোকজন বলছেন, প্রকৃতি অনেকটা বদলেছে। বর্ষা দীর্ঘায়িত হয়েছে, সঙ্গে গরমও থাকছে। সংক্ষিপ্ত হয়েছে শীত। তাই শীতের অদ্ভুত চমক হয়ে উঠেছে কদম ফুল। গতকাল বৃহস্পতিবার কদমফুলের ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।

১ / ৫
মন্দিরের কদমগাছে ফুটেছে ফুল
২ / ৫
আবাসিক এলাকায় ধুলা কম, তাই কদমফুল ও পাতা চকচকে
৩ / ৫
কদমফুল পেয়ে আপ্লুত শিশু স্বাধীন
৪ / ৫
শীতে অদ্ভুত চমক হয়ে উঠেছে কদমফুল
৫ / ৫
আবাসিক এলাকায় মন্দিরে গাছভরা কদমফুল