সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উন্নয়নকাজ চলছে। এরই অংশ হিসেবে উদ্যানে হাঁটাপথ, খাবারের দোকানসহ নানা স্থাপনা তৈরির সময় কোনো গাছ প্রতিবন্ধকতার সৃষ্টি করলে, তা কেটে ফেলা হচ্ছে। পরিবেশবিদ, নগরবিদ, প্রকৃতিপ্রেমীসহ বিভিন্ন স্তরের মানুষ উদ্যানের গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছেন। গাছ কেটে খাবারের দোকান বা অন্যান্য স্থাপনা তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে গত কয়েক দিন উদ্যানে ঘুরে দেখা গেল, শুধু গাছ কাটা নয়, পুরো উদ্যানজুড়েই আছে কর্তৃপক্ষের অবহেলার চিহ্ন। একদিকে প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য ইট-বালি-সিমেন্ট-লোহা-কাঠসহ নানা উপকরণে পুরো উদ্যানই ঠাসা, অন্যদিকে চারপাশে আবর্জনার স্তূপ। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উদ্যান ঘুরে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন।

১ / ৯
ঝড়ে ভেঙে পড়ে আছে একটি গাছ
২ / ৯
নিম্ন আয়ের জাহানারা সেই কবে থেকে পরিবার নিয়ে উদ্যানেই আবাস গেড়েছেন। এখানে চলে রান্নাসহ সব কাজ
৩ / ৯
উদ্যানের অনেক গাছ বয়সের ভারে ন্যুব্জ
৪ / ৯
কোনো অভিভাবক নেই বলে ব্যবসাসহ যেকোনো বিষয়ে বিজ্ঞাপনের ক্যানভাসে পরিণত হয়েছে গাছগুলো
৫ / ৯
ওজন মাপার মেশিন চুরির হাত থেকে বাঁচাতে গাছের সঙ্গে তালা দিয়ে রাখা
৬ / ৯
উদ্যানের গাছ কাটার ফলে পাখিগুলো আবাস হারাবে। চারুকলার শিক্ষার্থীরা এর প্রতিবাদে বানিয়েছেন পাখির বাসা
৭ / ৯
উদ্যানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থালাসহ এমন কোনো জিনিস নেই, যা ফেলা হয় না। পুরো উদ্যানই আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। চারুকলার শিক্ষার্থী আশিকুল ইসলাম ফেলে দেওয়া প্লাস্টিকের থালা দিয়েই বানাচ্ছেন প্রতিবাদী শিল্পকর্ম। ৯. উদ্যানে তৈরি হচ্ছে হাঁটাপথ। চিহ্নিত হাঁটাপথের গাছগুলো হয়তো কাটা পড়বে
৮ / ৯
উদ্যানে তৈরি হচ্ছে হাঁটাপথ। চিহ্নিত হাঁটাপথের গাছগুলো হয়তো কাটা পড়বে। যতটুকু ছায়া আছে, তাতেই ঘুমিয়ে আছেন একজন
৯ / ৯
বিভিন্ন স্থাপনা তৈরি হওয়ায় উদ্যান হারাচ্ছে তার আসল রূপ