এক ঝলক (২২ জুলাই ২০১৮)

১ / ১৬
শামুকের পরিত্যক্ত খোলে লাগানো হয়েছে পাতাবাহার। খুলনার সার্কিট হাউস মাঠে বৃক্ষমেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে একটি স্টলে এভাবে পাতাবাহার সাজিয়ে রাখা হয়েছে। খুলনা, ২২ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
শামুকের পরিত্যক্ত খোলে লাগানো হয়েছে পাতাবাহার। খুলনার সার্কিট হাউস মাঠে বৃক্ষমেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে একটি স্টলে এভাবে পাতাবাহার সাজিয়ে রাখা হয়েছে। খুলনা, ২২ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
ফুটে আছে জবা ফুল। তার ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। বিলজানি এলাকা, খোকসা উপজেলা, কুষ্টিয়া, ২১ জুলাই। ছবি: তৌহিদী হাসান
ফুটে আছে জবা ফুল। তার ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। বিলজানি এলাকা, খোকসা উপজেলা, কুষ্টিয়া, ২১ জুলাই। ছবি: তৌহিদী হাসান
৩ / ১৬
আশপাশের সড়কে সংস্কার চলছে। কাদা মেশানো পানি মাড়িয়ে অথবা সাঁকো পার হয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
আশপাশের সড়কে সংস্কার চলছে। কাদা মেশানো পানি মাড়িয়ে অথবা সাঁকো পার হয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
৪ / ১৬
সবুজ পাহাড়ে ছোট গাছে ঝুলে আছে মাল্টা। নারানখাইয়া এলাকা, খাগড়াছড়ি শহর, ২১ জুলাই। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে ছোট গাছে ঝুলে আছে মাল্টা। নারানখাইয়া এলাকা, খাগড়াছড়ি শহর, ২১ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৬
ফার্গুসনের দাবানল নেভাতে উড়োজাহাজ থেকে বিশেষ ধরনের পাউডার ছিটানো হচ্ছে। এই আগুন নেভানোর কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন। গত শুক্রবার কর্তৃপক্ষ জানায় তিন দিনে আগুনের মাত্রা তিনগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ আগুন ২২ হাজার ৮৯২ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া, ২১ জুলাই। ছবি: এএফপি
ফার্গুসনের দাবানল নেভাতে উড়োজাহাজ থেকে বিশেষ ধরনের পাউডার ছিটানো হচ্ছে। এই আগুন নেভানোর কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন। গত শুক্রবার কর্তৃপক্ষ জানায় তিন দিনে আগুনের মাত্রা তিনগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ আগুন ২২ হাজার ৮৯২ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া, ২১ জুলাই। ছবি: এএফপি
৬ / ১৬
পাহাড়ি প্রচুর কলা এসেছে সাপ্তাহিক হাটে। পাইকাররা চাঁদের গাড়িতে (হুড খোলা জিপ) করে নিয়ে যাবেন কলা। রাঙামাটি সদর, ২১ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি প্রচুর কলা এসেছে সাপ্তাহিক হাটে। পাইকাররা চাঁদের গাড়িতে (হুড খোলা জিপ) করে নিয়ে যাবেন কলা। রাঙামাটি সদর, ২১ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৬
কানে হেডফোন দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে এক শিক্ষার্থী। চালক-আরোহীর কারও মাথায় নেই হেলমেট। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
কানে হেডফোন দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে এক শিক্ষার্থী। চালক-আরোহীর কারও মাথায় নেই হেলমেট। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
৮ / ১৬
সড়কে বৃষ্টির পানি জমে ভোগান্তিতে নগরজীবন। চলাচল করতে গিয়ে এক পথচারী এভাবেই রাস্তা পার হচ্ছেন। চানখাঁরপুল, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
সড়কে বৃষ্টির পানি জমে ভোগান্তিতে নগরজীবন। চলাচল করতে গিয়ে এক পথচারী এভাবেই রাস্তা পার হচ্ছেন। চানখাঁরপুল, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
৯ / ১৬
সড়কের মাঝখানে সিগন্যাল অমান্য করে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকে। ব্যস্ত সড়কটির দুই পাশ দিয়েই চলাচল করে যানবাহন। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বাংলামোটর মোড়, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
সড়কের মাঝখানে সিগন্যাল অমান্য করে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকে। ব্যস্ত সড়কটির দুই পাশ দিয়েই চলাচল করে যানবাহন। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বাংলামোটর মোড়, ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
১০ / ১৬
টোকিওতে অলিম্পিক মাসকট মিরাইতাও এবং প্যারাঅলিম্পিক মাসকট সামোয়তি। প্রথমবারের মতো দর্শকের সামনে মঞ্চে হাজির করা হয় তাদের। জাপান, ২২ জুলাই। ছবি: রয়টার্স
টোকিওতে অলিম্পিক মাসকট মিরাইতাও এবং প্যারাঅলিম্পিক মাসকট সামোয়তি। প্রথমবারের মতো দর্শকের সামনে মঞ্চে হাজির করা হয় তাদের। জাপান, ২২ জুলাই। ছবি: রয়টার্স
১১ / ১৬
প্রচণ্ড গরমে শীতলতার পরশ। অ্যাকুয়া অ্যারেনা, এল এইন এল সোখনা, সুয়েজ, মিসর, ২১ জুলাই। ছবি: রয়টার্স
প্রচণ্ড গরমে শীতলতার পরশ। অ্যাকুয়া অ্যারেনা, এল এইন এল সোখনা, সুয়েজ, মিসর, ২১ জুলাই। ছবি: রয়টার্স
১২ / ১৬
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নবদ্বীপ বসাক লেনের ৩ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। আরবান স্টাডি গ্রুপের প্রধান স্থপতি তাইমুর ইসলাম জানান, ভবনটি আঠারো শতকের শেষের দিকে অথবা উনিশ শতকের শুরুর দিকে তৈরি করা হয়েছিল। ঢাকা, ২২ জুলাই। ছবি: আবদুস সালাম
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নবদ্বীপ বসাক লেনের ৩ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। আরবান স্টাডি গ্রুপের প্রধান স্থপতি তাইমুর ইসলাম জানান, ভবনটি আঠারো শতকের শেষের দিকে অথবা উনিশ শতকের শুরুর দিকে তৈরি করা হয়েছিল। ঢাকা, ২২ জুলাই। ছবি: আবদুস সালাম
১৩ / ১৬
মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে মীর জুমলা গেট নির্মাণ করেছিলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। গেটের একাংশ ছেয়ে গেছে রাজনৈতিক পোস্টারে। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ২২ জুলাই। ছবি: আবদুস সালাম
মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে মীর জুমলা গেট নির্মাণ করেছিলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। গেটের একাংশ ছেয়ে গেছে রাজনৈতিক পোস্টারে। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ২২ জুলাই। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
বসফরাসে লাফিয়ে পড়ছেন সাঁতারুরা। বসফরাস ক্রস কন্টিনেন্টাল সুইম ইভেন্টে অংশ নিচ্ছেন তাঁরা। বসফরাস প্রণালির ইস্তাম্বুলের এশিয়া অংশ থেকে ইউরোপ অংশের দিকে ছয় কিলোমিটার পাড়ি দিতে হবে এই প্রতিযোগীদের। ইস্তাম্বুল, তুরস্ক। ২২ জুলাই। ছবি: এএফপি
বসফরাসে লাফিয়ে পড়ছেন সাঁতারুরা। বসফরাস ক্রস কন্টিনেন্টাল সুইম ইভেন্টে অংশ নিচ্ছেন তাঁরা। বসফরাস প্রণালির ইস্তাম্বুলের এশিয়া অংশ থেকে ইউরোপ অংশের দিকে ছয় কিলোমিটার পাড়ি দিতে হবে এই প্রতিযোগীদের। ইস্তাম্বুল, তুরস্ক। ২২ জুলাই। ছবি: এএফপি
১৫ / ১৬
জাপানের রাজকুমারী মাকো। সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচোকোর বড় নাতনি তিনি। ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ২১ তম জাপান ফেস্টিভ্যালে হাজির হন তিনি। ব্রাজিলে প্রথম জাপানি নাগরিকদের অভিবাসনের ১১০ তম বর্ষপূর্তি উপলক্ষে মাকো ব্রাজিল সফরে গেছেন। ব্রাজিল, ২১ জুলাই। ছবি: এএফপি
জাপানের রাজকুমারী মাকো। সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচোকোর বড় নাতনি তিনি। ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ২১ তম জাপান ফেস্টিভ্যালে হাজির হন তিনি। ব্রাজিলে প্রথম জাপানি নাগরিকদের অভিবাসনের ১১০ তম বর্ষপূর্তি উপলক্ষে মাকো ব্রাজিল সফরে গেছেন। ব্রাজিল, ২১ জুলাই। ছবি: এএফপি
১৬ / ১৬
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে পথচারী এক নারীর গায়ে তুলে দেয়। পরে জনতা গাড়ির চালক মনিরুজ্জামানকে পিটুনি দেয়। ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে পথচারী এক নারীর গায়ে তুলে দেয়। পরে জনতা গাড়ির চালক মনিরুজ্জামানকে পিটুনি দেয়। ঢাকা, ২২ জুলাই। ছবি: দীপু মালাকার