এক ঝলক (১৭ আগস্ট ২০১৮)

১ / ১০
মা-বাবা জুমের কাজে গেছে। আঙিনায় বসে মা-বাবা ফেরার অপেক্ষায় চার ভাইবোন। বগাছড়ি, পুরান পাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৬ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
মা-বাবা জুমের কাজে গেছে। আঙিনায় বসে মা-বাবা ফেরার অপেক্ষায় চার ভাইবোন। বগাছড়ি, পুরান পাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৬ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১০
টিএসসি মোড়ে বঙ্গবন্ধু সর্ববৃহৎ প্রতিকৃতি। ৪৩ ফুট উচ্চতার চিত্রকর্মটি ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে। ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
টিএসসি মোড়ে বঙ্গবন্ধু সর্ববৃহৎ প্রতিকৃতি। ৪৩ ফুট উচ্চতার চিত্রকর্মটি ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে। ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
৩ / ১০
যাত্রাবাড়ী থেকে ডেমরাগামী সড়কটির সংস্কার কাজ চলছে অনেকদিন ধরে। সড়ক অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রাবাড়ী, ঢাকা, ১৭ আগস্ট। ছবি : জিয়া ইসলাম
যাত্রাবাড়ী থেকে ডেমরাগামী সড়কটির সংস্কার কাজ চলছে অনেকদিন ধরে। সড়ক অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রাবাড়ী, ঢাকা, ১৭ আগস্ট। ছবি : জিয়া ইসলাম
৪ / ১০
হাওয়াই মিঠাই পেয়ে নিবিষ্ট মনে দেখছে শিশু। ধানগড়া বউ বাজার এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ১৭ আগষ্ট। ছবি: সাজেদুল আলম
হাওয়াই মিঠাই পেয়ে নিবিষ্ট মনে দেখছে শিশু। ধানগড়া বউ বাজার এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ১৭ আগষ্ট। ছবি: সাজেদুল আলম
৫ / ১০
দুপুরের রোদ ঝলমলে কাঠগোলাপ। এটি কাঠগোলাপ, গুলাচি, কাঠচাম্পা, গোলকচাঁপা, গৌরচাম্পা, গুলঞ্চ, চালতাগোলাপ ও গড়-রচাঁপা নামেও পরিচিত। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার হর্টিকালচার সেন্টার থেকে তোলা। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৬ আগষ্ট। ছবি: পলাশ বড়ুয়া
দুপুরের রোদ ঝলমলে কাঠগোলাপ। এটি কাঠগোলাপ, গুলাচি, কাঠচাম্পা, গোলকচাঁপা, গৌরচাম্পা, গুলঞ্চ, চালতাগোলাপ ও গড়-রচাঁপা নামেও পরিচিত। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার হর্টিকালচার সেন্টার থেকে তোলা। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৬ আগষ্ট। ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১০
ময়মনসিংহ শহরে ঈদ উপলক্ষে ফুটপাতে বসা কাপড়ের দোকানে কেনাকাটা বেশ জমে উঠেছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ১৭ আগষ্ট। ছবি: আনোয়ার হোসেন।
ময়মনসিংহ শহরে ঈদ উপলক্ষে ফুটপাতে বসা কাপড়ের দোকানে কেনাকাটা বেশ জমে উঠেছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ১৭ আগষ্ট। ছবি: আনোয়ার হোসেন।
৭ / ১০
সামনের হিউম্যান হলারটি চলছে না, তাই পেছন দিক থেকে আরেকটি হিউম্যান হলার সেটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এতে করে সামনে গাড়িটি চলছে নিয়ন্ত্রণহীনভাবে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মুগদা, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
সামনের হিউম্যান হলারটি চলছে না, তাই পেছন দিক থেকে আরেকটি হিউম্যান হলার সেটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এতে করে সামনে গাড়িটি চলছে নিয়ন্ত্রণহীনভাবে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মুগদা, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
৮ / ১০
কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদে বেড়ে যায় বিভিন্ন মসলার চাহিদা। নানা ধরনের মসলার পসরা সাজিয়ে বসেছেন দোকানি। নিউমার্কেট, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদে বেড়ে যায় বিভিন্ন মসলার চাহিদা। নানা ধরনের মসলার পসরা সাজিয়ে বসেছেন দোকানি। নিউমার্কেট, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
৯ / ১০
কমলাপুর কোরবানির পশুর হাট। বিক্রেতা পাকিস্তানের শাহিওয়াল গরুটির দাম হাঁকছেন ৬ লাখ টাকা। কমলাপুরে এই প্রজাতির গরুর সর্বনিম্ন দাম ২ লাখ টাকা। কমলাপুর, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
কমলাপুর কোরবানির পশুর হাট। বিক্রেতা পাকিস্তানের শাহিওয়াল গরুটির দাম হাঁকছেন ৬ লাখ টাকা। কমলাপুরে এই প্রজাতির গরুর সর্বনিম্ন দাম ২ লাখ টাকা। কমলাপুর, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: আবদুস সালাম
১০ / ১০
দুম্বার সংকর প্রজাতি গাঁড়ল। মেহেরপুর থেকে গাবতলী হাটে এসেছে এ পশু। এর প্যাঁচানো সিং ক্রেতাদের নজর কাড়ছে। ১৭ আগস্ট ২০১৮, গাবতলী হাট, ঢাকা। ছবি: জাহিদুল করিম
দুম্বার সংকর প্রজাতি গাঁড়ল। মেহেরপুর থেকে গাবতলী হাটে এসেছে এ পশু। এর প্যাঁচানো সিং ক্রেতাদের নজর কাড়ছে। ১৭ আগস্ট ২০১৮, গাবতলী হাট, ঢাকা। ছবি: জাহিদুল করিম