এক ঝলক (১২ সেপ্টেম্বর ২০১৮)

১ / ১৯
নীল আকাশে সাদা মেঘের সঙ্গে উড়ছে নিঃসঙ্গ ঘুড়ি। শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ, পাবনা, ১১ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
নীল আকাশে সাদা মেঘের সঙ্গে উড়ছে নিঃসঙ্গ ঘুড়ি। শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ, পাবনা, ১১ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
সাঁঝের বেলায় শেষ মুহূর্তের খেলায় মগ্ন ফুটবলার। এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১১ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
সাঁঝের বেলায় শেষ মুহূর্তের খেলায় মগ্ন ফুটবলার। এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১১ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
উড়ে এসে কাপ্তাই হ্রদের ভাসমান কচুরিপানায় বসেছে পাখি। সুবলং, বরকল, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
উড়ে এসে কাপ্তাই হ্রদের ভাসমান কচুরিপানায় বসেছে পাখি। সুবলং, বরকল, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
গ্রাম–বাংলায় ঐতিহ্য গরুর গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। তবুও ঐতিহ্য ধরে রেখেছেন শাফিজার রহমান নামে এক গাড়োয়ান। নওদাবগা গ্রাম, সোনাতলা, বগুড়া, ১১ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
গ্রাম–বাংলায় ঐতিহ্য গরুর গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। তবুও ঐতিহ্য ধরে রেখেছেন শাফিজার রহমান নামে এক গাড়োয়ান। নওদাবগা গ্রাম, সোনাতলা, বগুড়া, ১১ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৫ / ১৯
নদীর পানি বাড়ায় বাঁশের ভেলা বানিয়ে ফরিদপুরে এক মাজারে যাচ্ছে বেশ কিছু মানুষ। ধরলা সেতু এলাকা, কুড়িগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: সফি খান
নদীর পানি বাড়ায় বাঁশের ভেলা বানিয়ে ফরিদপুরে এক মাজারে যাচ্ছে বেশ কিছু মানুষ। ধরলা সেতু এলাকা, কুড়িগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: সফি খান
৬ / ১৯
কাপ্তাই লেকে জলের সঙ্গে গাঙচিলের মিতালি। সুবলং, বরকল, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই লেকে জলের সঙ্গে গাঙচিলের মিতালি। সুবলং, বরকল, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
যমুনা নদীতে ভেসে উঠেছে শুশুক। হাসনাপাড়া গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
যমুনা নদীতে ভেসে উঠেছে শুশুক। হাসনাপাড়া গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৮ / ১৯
ঘাসবনে খাবার খুঁজছে বকগুলো। খোর্দ্দবলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
ঘাসবনে খাবার খুঁজছে বকগুলো। খোর্দ্দবলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৯ / ১৯
যমুনা নদীতে পালতোলা নৌকা। দীঘাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
যমুনা নদীতে পালতোলা নৌকা। দীঘাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১০ / ১৯
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সারি। ভোলাগঞ্জ থেকে প্রতিদিন আসে পাথরভর্তি এসব ট্রাক। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট শহরের প্রবেশমুখ বিমানবন্দর এলাকা থেকে কাকুয়ারপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সড়কের পাশে এভাবে রাখা হয়। এতে সংকুচিত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন। কাকুয়ারপাড়, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সারি। ভোলাগঞ্জ থেকে প্রতিদিন আসে পাথরভর্তি এসব ট্রাক। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট শহরের প্রবেশমুখ বিমানবন্দর এলাকা থেকে কাকুয়ারপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সড়কের পাশে এভাবে রাখা হয়। এতে সংকুচিত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন। কাকুয়ারপাড়, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
একটু আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফোঁটা লেগে আছে বুনো ফুলের পাপড়িতে। কাকুয়ারপাড়, সদর, সিলেট, ১২ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
একটু আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফোঁটা লেগে আছে বুনো ফুলের পাপড়িতে। কাকুয়ারপাড়, সদর, সিলেট, ১২ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
সন্ধ্যা নেমেছে হাওরপারে। বাড়ি ফিরছে দুই শিশু। বড় বোনের পিঠে চড়েছে ছোটটি। বাঁওরকান্দি হাওর, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সন্ধ্যা নেমেছে হাওরপারে। বাড়ি ফিরছে দুই শিশু। বড় বোনের পিঠে চড়েছে ছোটটি। বাঁওরকান্দি হাওর, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
কাচকি জালে মাছ ধরছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কাচকি জালে মাছ ধরছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
জোড়া কাঠবিড়ালি গাছ বেয়ে চলছে। গাছে গাছে তারা খাবার খুঁজছে। বড়াদম, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
জোড়া কাঠবিড়ালি গাছ বেয়ে চলছে। গাছে গাছে তারা খাবার খুঁজছে। বড়াদম, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৯
পাহাড়ি অঞ্চলে মিষ্টি কুমড়ার গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। লতায় এসেছে ফুল ও ফল। জুম পাহাড়, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি অঞ্চলে মিষ্টি কুমড়ার গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। লতায় এসেছে ফুল ও ফল। জুম পাহাড়, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৯
মুখরোচক খাবার খোরমা। বিক্রির জন্য মাথায় নিয়ে বেরিয়েছেন ফেরিওয়ালা। নওয়াববাড়ী সড়ক, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
মুখরোচক খাবার খোরমা। বিক্রির জন্য মাথায় নিয়ে বেরিয়েছেন ফেরিওয়ালা। নওয়াববাড়ী সড়ক, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১৭ / ১৯
বাঙ্গলী নদীর তীরে চরে বেড়াচ্ছে মহিষ। বলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
বাঙ্গলী নদীর তীরে চরে বেড়াচ্ছে মহিষ। বলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ১২ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১৮ / ১৯
রাজধানীর মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলের ভাগাড় থেকে কাগজ, হাড়, কাচ, লোহা, প্লাস্টিক, নারকেলের খোসাসহ ইত্যাদি বর্জ্য আলাদা করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এগুলো স্থানীয় কারখানায় চলে যায়। এরা একটি হাড় প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করেন। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলের ভাগাড় থেকে কাগজ, হাড়, কাচ, লোহা, প্লাস্টিক, নারকেলের খোসাসহ ইত্যাদি বর্জ্য আলাদা করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এগুলো স্থানীয় কারখানায় চলে যায়। এরা একটি হাড় প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করেন। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৯ / ১৯
রাজধানীর মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলের একটি কারখানায় কাজ করেন কুলসুম। উন্নত জীবনের আশায় তিনি ও তাঁর স্বামী ভোলা থেকে ঢাকায় পাড়ি জমিয়েছেন। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলের একটি কারখানায় কাজ করেন কুলসুম। উন্নত জীবনের আশায় তিনি ও তাঁর স্বামী ভোলা থেকে ঢাকায় পাড়ি জমিয়েছেন। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম